রাজ্য

বাড়ির অভিমুখে ৮২ টি সিসিটিভি – অর্জুনের উপর নজরদারি চালাচ্ছে কে? রিপোর্ট চাইল হাইকোর্ট

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Arjun Singh : বাড়ির অভিমুখে ৮২ টি সিসিটিভি – অর্জুনের উপর নজরদারি চালাচ্ছে কে? রিপোর্ট চাইল হাইকোর্ট - West Bengal News 24

বাড়ির অভিমুখে ৮২ টি সিসিটিভি – অর্জুনের উপর নজরদারি চালাচ্ছে কে ? রিপোর্ট চাইল হাইকোর্ট। শুধু তাঁর ওপর নয়, তাঁর বাড়িতে কারা যাচ্ছে-আসছে, তার ওপরেও নাকি নজর রাখা হচ্ছে।

এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা। বার সেই মামলায় দু’পক্ষের কাছ থেকেই রিপোর্ট চাইল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে চলছে সেই মামলা।

বিচারপতি সেনগুপ্ত এদিন নির্দেশ দিয়েছেন, অর্জুন সিং-এর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে এই অভিযোগ নিয়ে একটি রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। অন্যদিকে, রাজ্য যে দাবি করছে, সেটা নিয়েও রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে আদালতের তরফে।

আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। অর্জুনের অভিযোগ, তাঁর বাড়ির চারপাশে যে সিসিটিভি বসানো হয়েছে, সেগুলি সব তাঁর বাড়ির দিকে মুখ করে লাগানো রয়েছে। কোনও ক্যামেরার অভিমুখ রাস্তার দিকে নয়। ব্যাক্তিগত নজরদারির জন্য এইভাবে ক্যামেরা বসানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button