ঝাড়গ্রাম

নেতাই শহিদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী, এখনও নেতাইয়ে প্রচারে যায়নি তৃণমূল

স্বপ্নীল মজুমদার

নেতাই শহিদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী, এখনও নেতাইয়ে প্রচারে যায়নি তৃণমূল

লালগড়ের যে নেতাইকে নিয়ে তৃণমূলের উত্থান, সেই নেতাই গ্রামে এখনও প্রচার শুরু করেনি তৃণমূল। অথচ শনিবার লালগড়ের নেতাই গ্রামের শহিদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে এলাকায় প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডু।

যা নিয়ে অস্বস্তি শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। কারণ, এখনও তৃণমূল প্রার্থী কালীপদ সরেন নেতাই গ্রামে প্রচারে যাননি। শনিবার সকালে নেতাই গ্রামে পৌঁছন বিজেপি প্রার্থী প্রণত টুডু। শহিদ বেদীতে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক রিমঝিম সিং, জেলা বিজেপি নেতা রমেশ সরকার প্রমুখ।

এদিন প্রণতের সমর্থনে বাইক মিছিল করেন বিজেপি কর্মীরা। প্রণত পায়ে হেঁটে নেতাই, সয়েরসাই, ডাইনটিকরি, কাঞ্চনডাঙা, ভুলাডাঙা সহ বিভিন্ন গ্রামে বাড়ি-বাড়ি প্রচার করেন। ডাইনটিকরি গ্রামের ১৩ বছরের রিয়া প্রামাণিক একশো শতাংশ প্রতিবন্ধী। কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট পায়নি ওই কিশোরী।

বৃদ্ধ মধুসূদন ধাউড়িয়ার নাম বার্ধক্যভাতা প্রাপক তালিকায় ওঠেনি। এরকমই ভূরিভূরি অভিযোগ শোনেন বিজেপি প্রার্থী। প্রণত এলাকাবাসীকে বলেন, জিতলে সবার জন্য কাজ করব। কংসাবতী নদীর ভাঙন এলাকার বড় সমস্যা সেই সমস্যা সমাধান করব। এছাড়াও এদিন মহিলাদের উদ্দেশ্যে রিমঝিম বলেন, আমরা ক্ষমতায় এলে মাসে তিন হাজার টাকা করে দেব।

 

এদিন প্রচার সেরে লালগড় রামকৃষ্ণ মঠে যান প্রণত। সেখানকার অধ্যক্ষ স্বামী দেব বরানন্দ মহারাজকে প্রণাম করেন আশীর্বাদ প্রার্থনা করেন। তৃণমূল প্রার্থী কালীপদ সরেন বলেন, সম্প্রতি লালগড়ের বেলাটিকরি অঞ্চল পর্যন্ত প্রচার করেছি। এবার নেতাই ও পার্শ্ববর্তী এলাকাতেও প্রচারে যাব।

আরও পড়ুন ::

Back to top button