ঝাড়গ্রাম

প্রচারে গিয়ে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু, গুরুতর অসুস্থ হয়ে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্বপ্নীল মজুমদার

প্রচারে গিয়ে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু, গুরুতর অসুস্থ হয়ে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রচারে গিয়ে আক্রান্ত হলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলে পাঁচটি গাড়ির কনভয় নিয়ে প্রণত এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজের জন্য যাচ্ছিলেন।

অভিযোগ, ওই সময় রগড়া অঞ্চলের কাঠুয়াপালের রাস্তায় বোমা ফাটিয়ে প্রণতের গাড়ি আটকানো হয়। এরপর তৃণমূলের লোকজন তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে এদিন সাঁকরাইল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির লোকজন।

জখম প্রণতকে সাঁকরাইলের ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আপাত সেখানেই তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। তৃণমূল বাহিনীর ছোড়া ইটের আঘাতে এক পুলিশ কর্মীও জখম হন।

ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক জয়ন্ত রায়ের অভিযোগ, ‘‘তৃণমূলের রগড়া অঞ্চল সভাপতি পঞ্চানন দাসের নেতৃত্বে তৃণমূল বাহিনী আমাদের রাস্তা আটকে যেতে বাধা দেয়। তারপরই ওরা প্রার্থীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পুরো বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে।’’

এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূলের দলীয় পর্যবেক্ষক অজিত মাহাতো বলেন, ‘‘কাঠুয়াপালে দলের কয়েকজন কর্মী পতাকা লাগাচ্ছিলেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা গেরুয়া শিবিরের লোকজন তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয়। এই নিয়েই বচসা শুরু হয়। তারপরই বিজেপি লোকজন নিজেরাই মারমুখী হয়ে হট্টগোল করে মিথ্যা প্রচার করছে।

অজিতের অভিযোগ, রাজনৈতিক প্রচার পাওয়ার জন্য বিজেপি প্রার্থীকে মারধরের মিথ্যা গল্প ফাঁদা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button