ঝাড়গ্রাম

তৃণমূল নেতার সহযোগিতায় পরিযায়ী শ্রমিকের মৃতদেহ এল গ্রামে

স্বপ্নীল মজুমদার

তৃণমূল নেতার সহযোগিতায় পরিযায়ী শ্রমিকের মৃতদেহ এল গ্রামে

গোয়ায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছিল ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বাসিন্দা এক যুবকের। ওয়েস্টবেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্য তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতোর হস্তক্ষেপে বিমানে ওই যুবকের দেহ নিয়ে আসা হল।

মৃতের নাম কমলকৃষ্ণ মাহাতো (২৬)। বাড়ি জামবনি থানার টুলিবড় গ্রামে। কয়েক বছর ধরে তিনি গোয়ার ভার্না এলাকায় শ্রমিকের কাজ করতেন। গত ১৪ এপ্রিল দোতলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান কমলকৃষ্ণ। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ১৫ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

কিন্ত দরিদ্র পরিবারটির পক্ষে মৃতদেহ গ্রামে আনা সম্ভব ছিল না। কমলকৃষ্ণের বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি আছেন। কমলকৃষ্ণ অবিবাহিত ছিলেন। তাঁর বাবা তুষারকান্তি মাহাতো বলেন, ‘‘কোথা থেকে কি হয়ে গেল। দুর্ঘটনার কয়েক ঘন্টা আগেও প্রতিদিনের মতো ফোন করে বাড়ির কুশল সংবাদ নিয়েছিল। দেহ আনার জন্য গাড়ি ৫০ হাজার টাকা ভাড়া চাইছিল। যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তাই অজিতবাবুকে বিষয়টি জানাই। উনি এভাবে পাশে দাঁড়াবেন ভাবতে পারিনি। ওনার জন্য মৃত ছেলের মুখ শেষ বারের মত দেখার সুযোগ পেলাম।’’

অজিত ওয়েস্টবেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হওয়ার কারণে বিষয়টি জানিয়ে মৃতদেহ আনার বিষয়ে উদ্যোগী হন। এরপর বোর্ডের তরফে পদক্ষেপ করা হয়। বিমানে মৃতদেহ শুক্রবার রাতে দমদমে পৌঁছয়। এরপর শনিবার সকালে গাড়িতে করে টুলিবড় গ্রামে দেহ নিয়ে আসা হয়। এদিন টুলিবড়ে গিয়ে মৃতদেহে শ্রদ্ধা জানান অজিত। অজিত বলছেন, ‘‘ঘটনার কথা জানতে পেরেই দেহ আনার জন্য সাধ্যমত সহযোগিতা করেছি। পরিবারটির পাশে থাকব।’’

আরও পড়ুন ::

Back to top button