আন্তর্জাতিক

বাড়িতে রাখা যাবে গাঁজা , সেবনেও নেই নিষেধাজ্ঞা – কোথায় চালু হল এমন নিয়ম

বাড়িতে রাখা যাবে গাঁজা , সেবনেও নেই নিষেধাজ্ঞা – কোথায় চালু হল এমন নিয়ম

বাড়িতে রাখা যাবে গাঁজা, সেবনেও নেই নিষেধাজ্ঞা – কোথায় চালু হল এমন নিয়ম ? জানতে মন চাইছে ? এবার জার্মানিতেও বৈধ হল গাঁজার চাষ। সে দেশের পার্লামেন্টে এই সিদ্ধান্তের পর সোমবার থেকে আইন কার্যকর হয়। তাই বাড়িতে গাঁজা রাখার ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে বয়সের সীমা।

স্কুল, খেলার মাঠ থেকে ১০০ মিটারের মধ্যে গাঁজা সেবন চলবে না। সকাল সাতটা থেকে রাত ৮টা অবধি পেডেস্ট্রিয়ান জোনে গাঁজা খাওয়া নিষিদ্ধ। জার্মানিতে গাঁজা চাষ বৈধ হতেই মধ্যরাতে উদযাপনে নামল সে দেশের একটা অংশ।

১৮ বছরের নিচে কেউ গাঁজা খেলে তাও দণ্ডনীয় অপরাধ বলেই গণ্য হবে। সে দেশের পার্লামেন্টে এই সিদ্ধান্তের পর সোমবার থেকে আইন কার্যকর হয়। গত কয়েক বছরে জার্মানিতে হু হু করে বেড়েছে গাঁজা সেবনের প্রবণতা।

অল্প বয়সীরা পর্যন্ত এই টানে ভেসেছে। আইন করে বেআইনিভাবে গাঁজার রমরমা রুখতে চায় সে দেশের সরকার। সেন্ট্রাল বার্লিনে দেড় হাজার মানুষ জমায়েত করেন মধ্যরাতে। কারও কারও হাতে দেখা গেল জয়েন্টও। সুখটান দিতে দিতেই রাতভর উদযাপনে মাতলেন গঞ্জিকাপ্রেমীরা। তবে দেশের মেডিক্যাল অ্যাসোসিয়েশনগুলির একটা অংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে।

আরও পড়ুন ::

Back to top button