পূর্ব মেদিনীপুর

নন্দীগ্রামে ‘জনগণের গর্জন’ শোনাতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান শুনে ফিরলেন দেবাংশু

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Debangshu Bhattacharya : নন্দীগ্রামে ‘জনগণের গর্জন’ শোনাতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান শুনে ফিরলেন দেবাংশু - West Bengal News 24

পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিল দেবাংশুর প্রচার গাড়ি। টোটোয় মাইক বসানো। সেখান থেকে তারস্বরে চলছিল ‘জনগণের গর্জন’ গান। সেই সময়েই রাস্তার ধারে বিজেপির পতাকা হাতে, পদ্ম ফুলের টুপি মাথায় জড়ো হন কিছু স্থানীয় মানুষজন।

সেই ভিড়ের মধ্যে থেকেই দেবাংশুর সামনে উড়ে আসে ‘চোর চোর’ স্লোগান। অভিযোগ তোলা হচ্ছে, বিজেপির সমর্থকরাই এই স্লোগান দিয়েছেন। নন্দীগ্রামে ‘জনগণের গর্জন’ শোনাতে গিয়ে ‘চোর চোর’ স্লোগান শুনে ফিরলেন দেবাংশু।

বুধবার দুপুরে নন্দীগ্রামে ভেকুটিয়া এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূলের যুব নেতা। দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য, ‘শুধু স্লোগানই নয়, তারা আমাদের উপর হামলাও চালিয়েছে। ব্যক্তিগতভাবে আমাকে ধাক্কাও মারা হয়েছে।

আমরা সেখানে কর্মসূচি শেষ করে এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার পথেই কিছু মানুষ রাস্তা ঘিরে এই ঘটনা করে। সেই বার আমরা চলেও যাই, তারপর ফেরার সময় আবার তারা রাস্তা ঘিরে ধরে।’ দেবাংশুর অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button