ঝাড়গ্রাম

দলের শহর সভাপতিকে নিয়ে প্রচার করলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী

স্বপ্নীল মজুমদার

দলের শহর সভাপতিকে নিয়ে প্রচার করলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী

বুধবার ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারে ছিলেন শহর তৃণমূলের সভাপতি নবু গোয়ালা।

এদিন সকালে শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বাবা তিলকা মাঝির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু করেন কালীপদ। তারপর ৩ নম্বর ওয়ার্ডে সরকারি হাউসিং এলাকায় চা চক্রে যোগ দেন তিনি। সেখানে যোগ দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শিউলি সিংহ। সেখআনে বাড়ি-বাড়ি প্রচার করেন প্রার্থী।

বিকেলে ১ নম্বর ওয়ার্ডের শিরীষচক ও সন্ধ্যায় ১৩ নম্বর ওয়ার্ডের সত্যবান পল্লী উদ্যানে প্রচার করেন তিনি। ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর্য ঘোষ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে শহরের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে পিছিয়ে ছিল তৃণমূল। যদিও গত বিধানসভা ভোটে ১৮টি ওয়ার্ডে ও গত পুরভোটে ১৬টি ওয়ার্ডে তৃণমূলের লিড ছিল।

তবে পুর পরিষেবা নিয়ে তৃণমূলের ক্ষমতাসীন রোডের উপর বেশির ভাগ শহরবাসীর ক্ষোভ রয়েছে বিস্তর। উড়ালপুলের সার্ভিস রোডের সমস্যা এখনও মেটেনি।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, শহরের ভোটারদের মন গলাতে বেশি করে গুরুত্ব দিচ্ছে শাসকদল।

আরও পড়ুন ::

Back to top button