ঝাড়গ্রাম

প্রবল গরমে জলের ট্যাঙ্ক ভেঙে তেষ্টা মেটাল হাতি

স্বপ্নীল মজুমদার

প্রবল গরমে জলের ট্যাঙ্ক ভেঙে তেষ্টা মেটাল হাতি

নিঃসঙ্গ হাতিটির নাম রামলাল। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বনাঞ্চলে ঘুরে বেড়ায় সে। আপাত শান্ত হাতিটিকে এলাকার মানুষজন রামলাল নামে ডাকেন।

বৃহস্পতিবার গরমের চোটে জলের ট্যাঙ্ক ভেঙে জলপান করল হাতিটি। শুঁড়ে জল নিয়ে সারা শরীরে ছিটিয়ে স্বস্তিবোধ করল।

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া ব্লকের নাকিপাড়া গ্রামে রামলালের এমন কাণ্ডকারখানা দেখতে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রামলাল পাতলাডিহা হয়ে কানপুর, লাউপাড়া, চন্ডিয়াস গ্রাম হয়ে সকাল দশটা নাগাদ তপসিয়া গ্রামীণ হাসপাতালের পিছনে লোকালয়ে ঢুকে পড়ে।

তারপর নাকিপাড়ায় জলের ট্যাঙ্ক ভাঙে। রামলাল এমনিতে শান্ত স্বভাবের। তবে মাঝে মধ্যেই রাজ্য সড়ক ও জাতীয় সড়কে লরি থামিয়ে খাবার আদায় করে।

কিছুদিন আগে মেদিনীপুরে সরকারি গোডাউনের শাটার ভেঙে চালের বস্তা টেনে বের করে খেয়েছিল।

আরও পড়ুন ::

Back to top button