ঝাড়গ্রাম

মাধ্যমিকে রাজ্যে নবম ঝাড়গ্রাম রাণী বিনোদমঞ্জরীর অন্বেষা ঘোষ

স্বপ্নীল মজুমদার

মাধ্যমিকে রাজ্যে নবম ঝাড়গ্রাম রাণী বিনোদমঞ্জরীর অন্বেষা ঘোষ

মাধ্যমিকে রাজ্যের মধ্যে অন্যতম নবম হয়েছে ঝাড়গ্রাম জেলার রাণী বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা ঘোষ। প্রাপ্ত নম্বর ৬৮৫।

ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা অন্বেষার বাবা অমলেন্দু ঘোষ শহরের অশোক বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। মা রুবি সাউ ঘোষ গৃহবধূ। স্কুলের ইংরেজি মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে পড়েছে অন্বেষা। স্কুলে নিয়মিত ক্লাস করার পাশাপাশি, ছ’জন গৃহশিক্ষকের কাছে ছ’টি বিষয়ে প্রাইভেটে পড়ত অন্বেষা। তবে বাবার কাছে অঙ্কের পাঠ নিয়েছে সে।

সম্প্রতি বেলিয়াবেড়ার মহুলি গ্রামের বাড়িতে অন্বেষার দাদুর মৃত্যু হয়। সেই কারণে গ্রামের বাড়িতে সপরিবারে রয়েছে অন্বেষা। এদিন ছিল দাদুর পারলৌকিক ঘাটক্রিয়া। তবে ফলের খবর শুনে বৃহস্পতিবার দুপুরে মামা বেদদ্যুতি সাউয়ের সঙ্গে স্কুলে এসে পৌঁছয় অন্বেষা। স্কুলের তরফে তাঁকে সংবর্ধনা দেন প্রধান শিক্ষিকা পুষ্পলতা বারুই মুখোপাধ্যায়।

স্কুলেই বিজ্ঞান শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হবে অন্বেষা। ভবিষ্যতে সফটঅয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় সে। ৭৫ বছর অতিক্রান্ত রাণী বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ইংরেজি মাধ্যমে একজনও স্থায়ী শিক্ষিকা না-থাকা সত্ত্বেও ওই মাধ্যম থেকে অন্বেষা রাজ্যে নবম স্থান অধিকার করেছে।

শিক্ষা দফতরের নির্দেশে ২০১৮ সালে স্কুলে মাধ্যমিক স্তরে ইংরেজি মাধ্যম চালু হয়। স্কুলের বাংলা মাধ্যমের ২১ জন শিক্ষিকাই ইংরেজি মাধ্যেমেরও ক্লাস নেন। স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পলতা বারুই মুখোপাধ্যায় বলেন, ‘‘ইংরাজি মাধ্যমের প্রথম ব্যাচের ছাত্রী অন্বেষার এই সাফল্যে আমরা সবাই গর্বিত।

বারবার সংশ্লিষ্ট মহলে জানানো সত্ত্বেও আজ পর্যন্ত ইংরেজি মাধ্যমের কোনও শিক্ষিকা নিয়োগ হয়নি। বিদ্যালয়ের সকলের অক্লান্ত পরিশ্রমের ফল দিয়েছে অন্বেষা।’’ এদিন অন্বেষার সাফল্যের খবর পেয়ে তাঁকে সংবর্ধনা দেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ঝাড়গ্রাম পুরসভার কাউন্সিলর অজিত মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিরবাহা সরেন টুডু, সুমন সাহু, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি প্রমুখ অন্বেষাকে সংবর্ধনা দিয়ে শুভেচ্ছা জানান।

এদিন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন স্কুলে গিয়ে অন্বেষাকে সংবর্ধনা-শুভেচ্ছা জানান। তবে বিজেপি প্রার্থী প্রণত টুডু স্কুলে যাননি। তিনি মহুলি গ্রামের বাড়িতে গিয়ে অন্বেষার হাতে পুষ্পস্তবক ও উপহার তুলে দেন প্রণত।

আরও পড়ুন ::

Back to top button