ঝাড়গ্রাম

ব্যবধান ৬৪৪০ : ঝাড়গ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী, পিছিয়ে তৃণমূল !!!!

স্বপ্নীল মজুমদার

ব্যবধান ৬৪৪০ : ঝাড়গ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী, পিছিয়ে তৃণমূল !!!!

ব্যবধান ৬৪৪০। সমাজমাধ্যমে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে দিয়েছেন ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডু! এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের ফেসবুক প্রোফাইলের ফলোয়ার ৬ হাজার ছ’শো। সেখানে মাত্র কয়েকদিনের মধ্যে বিজেপি প্রার্থীর ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা ১৩ হাজারে ঠেকেছে।

কালীপদের ফেসবুক প্রোফাইলটি ২০১৫ সালের ৪ জানুয়ারিতে খোলা হয়েছিল। ভোটের মুখে সেটিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট করা হয়েছে।

অন্যদিকে, প্রণতের ফেসবুক প্রোফাইলটি ২০১০ সালের ১১ মার্চ খোলা হয়। প্রার্থী হওয়ার আগে প্রণতের ওই ফেসবুক প্রোফাইলের ফলোয়ার ছিল আড়াই হাজার। ৩০ মার্চ বিজেপি প্রার্থী হিসেবে প্রণতের নাম ঘোষণা হয়। ৩১ মার্চ প্রণতের ফলোয়ার সংখ্যা বেড়ে চার হাজার হয়।

মাত্র দু মাসে প্রণতের ফলোয়ার সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার। প্রণতের ফেসবুক প্রোফাইলটিও ভেরিফায়েড অ্যাকাউন্ট করা হয়েছে। ৩১ মার্চ কালীপদের ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা ছিল সাড়ে ৫ হাজার। এখন সেটা বেড়ে হয়েছে ৬ হাজার ছ’শো।

তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলছেন, ‘‘বিজেপি সমাজমাধ্যমে এগিয়ে থাকার দাবি করলেও ভোটে আমরাই জিতব। আমাদের সভা-মিছিলে ব্যাপক মানুষের উপস্থিতি এবং ২৫ তারিখ উৎসাহের সঙ্গে ব্যাপক হারে ভোটারদের ভোটদান সেটাই জানান দিচ্ছে।’’

বিজেপি সূত্রের দাবি, ফেসবুকে তাদের প্রার্থীর অনুগামীর সংখ্যাই প্রমাণ দিচ্ছে ভোটের ফল কি হতে চলেছে।

আরও পড়ুন ::

Back to top button