ঝাড়গ্রাম

মাঠে প্রাতঃকৃত্যে গিয়ে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

স্বপ্নীল মজুমদার

মাঠে প্রাতঃকৃত্যে গিয়ে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের আড়রা অঞ্চলের রামকৃষ্ণপুর গ্রামের ঘটনা।

মৃতের নাম নবীনচন্দ্র ধল (৭৮)। এদিন ভোরে বাড়ির অদূরে মাঠে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন তিনি। ওই সময় স্থানীয় খাল পেরিয়ে চারটি হাতি চলে আসে।

নবীনচন্দ্র আর পালাতে পারেননি। দলের একটি হাতি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে মারে। পরে খবর পেয়ে পুলিশ ও বনকর্মীরা গিয়ে দেহটি উদ্ধার করেন। বন দফতরের বক্তব্য, বার বার সচেতন করা সত্ত্বেও ভোর বেলা মাঠে যাওয়ার প্রবণতা আটকানো যাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপত্নীক নবীনচন্দ্র বাড়িতে একাই থাকতেন। তাঁর পাঁচ মেয়ের অন্যত্র বিয়ে হয়েছে।

বছর সাতেক আগে নবীনচন্দ্রের স্ত্রীর মৃত্যু হয়। ঘটনাস্থলটি ঝাড়গ্রাম জেলার হলেও এলাকাটি খড়্গপুর বন বিভাগের কেশররেখা বনাঞ্চলের অন্তর্গত। খড়্গপুরের ডিএফও মণীশ যাদব বলেন, ‘‘মৃতের নিকটাত্মীয়দের সরকারি নিয়ম মেনে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতির গতিপথের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।’’

প্রসঙ্গত, সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের শালবনির গাড়রা গ্রামে হাতির হানায় শঙ্কর দেবসিংহ নামে (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়। লালগড় বনাঞ্চলের ওই গ্রামে মনসা পুজোর অনুষ্ঠান থেকে ফেরার পথে হাতির সামনে পড়ে যান শঙ্কর। জঙ্গলমহলে ক্রমাগত হাতির হানায় মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়াচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button