ঝাড়গ্রাম

১১০টি টেবিলে ১৩২ রাউন্ডে হবে ভোট গণনা, ঝাড়গ্রামে ফুটবে কোন ফুল? শুরু কাউন্টডাউন

স্বপ্নীল মজুমদার

১১০টি টেবিলে ১৩২ রাউন্ডে হবে ভোট গণনা, ঝাড়গ্রামে ফুটবে কোন ফুল? শুরু কাউন্টডাউন

মঙ্গলবার ভোটগণনা। দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে ঝাড়গ্রাম লোকসভা আসনটি বিজেপি কি ধরে রাখতে পারল, নাকি এবার আসনটি জোড়াফুলের হল।

ঝাড়গ্রাম আসনে ১৩ জন প্রার্থী থাকলেও এবার লড়াইটা মূলত দুই ফুলের লড়াই। পদ্মফুল আর জোড়াফুল। বিজেপি প্রার্থী প্রণত টুডু নাকি তৃণমূলের কালীপদ সরেন? শেষ হাসিটা কে হাসবেন? আপাতত জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ঝাড়গ্রাম লোকসভাবাসীও অধীর আগ্রহে রয়েছেন। বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী একাধিক সংস্থা একজিট পোলে এগিয়ে রাখছে বিজেপিকে। যদিও ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা গোপীবল্লভপুর বিধানসভার দলীয় পর্যবেক্ষক অজিত মাহাতো বলছেন, ‘‘মুখ্যমন্ত্রীর উন্নয়ন আর রাজ্যের বিবিধ পরিষেবায় সন্তুষ্ট ভোটাররা উপুড়হস্ত হয়ে আমাদের ভোট দিয়েছেন। শুধু ইভিএম খোলার অপেক্ষা। বোতাম টিপলেই কেবল জোড়াফুলের ভোট। লক্ষাধিক ভোটে আমাদের প্রার্থী জয়ী হবেন।’’

যদিও বিজেপি প্রার্থী প্রণত টুডু বলছেন, ‘‘চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য চুরি করেছে তৃণমূল। মানুষ সিদ্ধান্ত নিয়েই এবার বিজেপিকে বিপুল ভোটে জয়ী করবেন। জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।’’

মঙ্গলবার ঝাড়গ্রামের রাণী ইন্দিরাদেবী মহিলা কলেজে ভোট গণনা হবে। এজন্য সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, কলেজের ৭টি ঘরের ১১০টি টেবিলে ঝাড়গ্রাম লোকসভার সাতটি বিধানসভার ভোটগণনা হবে। মোট ১৩২টি রাউন্ডে গণনা হবে।

নয়াগ্রাম, ঝাড়গ্রাম ও গড়বেতা বিধানসভার গণনা হবে ১৯টি করে রাউন্ডে। গোপীবল্লভপুরের গণনা হবে ২১ রাউন্ডে, বিনপুর ১৬ রাউন্ডে, বান্দোয়ান ২০ রাউন্ডে এবং শালবনি বিধানসভার গণনা হবে ১৮ রাউন্ডে।

আরও পড়ুন ::

Back to top button