বিচিত্রতা

কানের মধ্যে গুটিগুটি পায়ে কে চলাফেরা করছে, পরীক্ষা করতেই হতবাক সকলে!

কানের মধ্যে গুটিগুটি পায়ে কে চলাফেরা করছে, পরীক্ষা করতেই হতবাক সকলে!

বেশ কয়েক দিন ধরে কানে যন্ত্রণা হচ্ছিল। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কানে কী হয়েছে। শেষে চিকিৎসকের কাছে যেতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল এক ব্যক্তির।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভিয়েতনামের হ্যানয়-এর। বেশ কয়েক দিন কানে যন্ত্রণা ভোগ করার পরে ডঃ হোতের কাছে আসেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির কান পরীক্ষা করতেই হতবাক হয়ে যান চিকিৎসক।

রিপোর্টে দেখা যায়, ওই ব্যক্তির কানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে একটি পিঁপড়ে। তড়িঘড়ি চিকিৎসা করে কান থেকে পিঁপড়েটিকে বার করে দেন ওই ডঃ হোত।

পিঁপড়েটি কী করে কানের মধ্যে প্রবেশ করল, তা এখনও বুঝতে পাচ্ছেন না ওই ব্যক্তি। তবে মনে করা হচ্ছে, খাবার খুঁজতে গিয়ে কোনও এক সময়ে কানের মধ্যে ঢুকে গিয়েছিল পিঁপড়েটি। আর কয়েক দিন ভিতরে থাকলেই পিঁপড়েটি কানের পর্দারও ক্ষতি করতে পারত বলেও অনুমান করছে চিকিৎসকরা।

তবে এই ঘটনাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার কানের মধ্যে পিঁপড়ে ঢুকে যাওয়ার খবর সামনে এসেছে। এ ক্ষেত্রে ওই ব্যক্তি সাবধান ছিলেন বলেই বড় বিপত্তি এড়ানো গিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button