বিচিত্রতা

বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির দাম ২৬৩ কোটি!

বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির দাম ২৬৩ কোটি!

শখের জন্য মানুষ কত কিছুই না করে। তাই বলে একটি হাত ঘড়ির দাম উঠবে ২৬৩ কোটি টাকা? শুনতে অবাক লাগলেও সুইজারল্যান্ডে একটি ঘড়ি ২৬৩ কোটি টাকায় বিক্রি হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি কোম্পামি প্যাটেক ফিলিপ দাতব্য সেবার উদ্দেশ্যে ঘড়ির নিলামের আয়োজন করে। সেখানে তাদের তৈরি একটি ঘড়ি ৩১ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে বিক্রি হয়। ব্রিটিশ পাউন্ডে এটি ২৪.২ মিলিয়ন আর বাংলাদেশি টাকায় তা প্রায় ২৬৩ কোটি!

মূল্যবান এ ঘড়িটি নিলামে তোলার উদ্দেশ্যেই তৈরি করা হয়। এ ঘড়িটি দামের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ২০১৭ সালে ১৭.৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে ডেটোনা রোলেক্স ঘড়ি বিক্রি হয়েছিল, যা কিনেছিলেন হলিউড তারকা পল নিউম্যান। তবে নতুন রেকর্ড করা ঘড়িটি কে কিনেছেন, তা প্রকাশ করা হয়নি।

অনন্য স্টেইনলেস স্টিলে তৈরি এই ঘড়িতে রয়েছে দুটি ডায়াল। একটি রোস গোল্ড ও অপরটি কালো। ঘড়িটিতে রয়েছে অ্যাকুস্টিক অ্যালার্ম ও ডেট রিপিটার। এ ছাড়া ঘড়িটির ধুলা ও আর্দ্রতা প্রতিরোধের ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button