খেলা

তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন ভারতীয় এই গতি তারকা

তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন ভারতীয় এই গতি তারকা

মাঠে গতি দিয়ে বোলিং করে প্রতিপক্ষের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাঁপুনি ধরিয়ে দেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বোলিংয়ে ঝড় তুলে নাকাকি চুবানি খাইয়েছেন ব্যাটসম্যানদের। সেই শামি-ই নাকি তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন! অবিশ্বাসের কিছুই নেই, কারণ এই ঘটনা জানিয়েছেন শামি নিজেই।

গতকাল শনিবার ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টগ্রাম লাইভে এসে এ কথা বলেন শামি। তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। তারপরে ১৮ মাস লাগে পুরোপুরি সুস্থ হতে। ওই সময়টা আমার জীবনের সবচেয়ে যন্ত্রণার। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। এরপরে যখন খেলা শুরু করি, ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় যদি পরিবারকে পাশে না পেতাম, তা হলে ফিরে আসতে পারতাম না। আমি তো তিনবার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম।’

একটা সময় চোটে জর্জরিত ছিলেন শামি। বছর দুয়েক আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাধ শুরু হয় এই ভারতীয় পেসারের। থানা-পুলিশ থেকে আদালতে গেছে যে মামলা। তার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলে হাসিন। তিনি বলেন, ‘বছর দুয়েক আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাধ শুরু হয় এই ভারতীয় পেসারের। থানা-পুলিশ থেকে আদালতে গিয়েছে যে মামলা। ওই সময়ে আমার সঙ্গে ২৪ ঘণ্টা কেউ না কেউ থাকত। একটা মুহূর্ত আমাকে একা ছেড়ে দেওয়া হত না। আমি মানসিক ভাবে ভাল জায়গায় ছিলাম না। কিন্তু আমার পরিবারকে পাশে পেয়েছিলাম।’

নিজের পরিবারকে ধন্যবাদ দিয়ে শামি বলেন, ‘আপনার পরিবার যদি পাশে থাকে, তাহলে যেকোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই সময় যদি আমার পরিবার সঙ্গে না থাকত, তা হলে হয়তো খারাপ কোনও কিছু করে বসতাম। পাশে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।’

মোহাম্মদ শামি ভারতের হয়ে ৪৯ টেস্টে ১৮০ উইকেট, ৭৭ ওয়ানডেতে ১৪৪ উইকেট ও ১১ টি-টোয়েন্টি খেলে ১২ উইকেট নেন।

সুত্র : আমাদের সময়

আরও পড়ুন ::

Back to top button