রাজ্য

ভাতের থালা হাতে রেশন দুর্নীতির প্রতিবাদ, গ্রেফতার হলেন বিজেপি দলের নেত্রী !

ভাতের থালা হাতে রেশন দুর্নীতির প্রতিবাদ, গ্রেফতার হলেন বিজেপি দলের নেত্রী !

 

জলপাইগুড়ি: জেলা সভাপতির পর এবার গ্রেফতার বিজেপির জেলা সহ-সভাপতি। ভাতের থালা হাতে বিক্ষোভ দেখাতে গিয়ে মঙ্গলবার গ্রেফতার হলেন বিজেপি নেত্রী। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় রাজগঞ্জে। বুধবার বেলার দিকে রেশন দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে ভাতের থালা হাতে রাজগঞ্জের খাদ্য আধিকারিকের দফতরের সামনে স্মারকলিপি দিতে আসছিলে তিনি। পথে তাঁদের আটকে দেয় রাজগঞ্জ থানার পুলিশ।

গ্রেফতার করা হয় ডাবগ্রাম ফুলবাড়ির দাপুটে বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জী সহ সাত বিজেপি কর্মীকে। তাঁদের নিয়ে যাওয়া হয় রাজগঞ্জ থানায়। দলের জন্মলগ্ন থেকে জলপাইগুড়ি জেলায় তৃণমূলের নেত্রী ছিলেন শিখাদেবী। ২০১৯ সালের গোড়ায় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। শিখাদেবী বলেন, ”তৃণমূল নেতারা গরীব মানুষের মুখের খাবার নিয়ে দুর্নীতি করছে। রাজ্যের কোথাও রেশন বণ্টন ঠিকভাবে হচ্ছে না। মুখ দেখে কুপন দেওয়া হচ্ছে।

রেশন নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা জানাতে আমরা খাদ্য আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছিলাম। পুলিশ আমাদের গ্রেফতার করল। এতে অবশ্য আমাদের আটকানো যাবে না। আমাদের আন্দোলন চলবে।” সোমবার জেলাশাসকের কাছে রেশন দুর্নীতি নিয়ে স্মারকলিপি দিতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী সহ মোট ৫ জন।

আজ ফের দলের জেলা সহ-সভাপতি গ্রেফতার হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে গোটা জেলায়। এই গ্রেফতারির ব্যাপারে পুলিশ কিছু বলতে রাজি হয়নি। তবে তৃণমূলের বিরূদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। তিনি বলেন, ”সারা রাজ্যেই মানুষ সুষ্ঠুভাবে রেশন পাচ্ছেন। তাঁদের কোনও অভিযোগ নেই। বিরোধীরা এ নিয়ে অযথা রাজনীতি করছে।”

 

 

সুত্র: THE WALL

 

 

আরও পড়ুন ::

Back to top button