দঃ ২৪ পরগনা

লকডাউনের সংকটময় পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে বারুইপুরের দক্ষিণরায় পল্লী “আমরা কজন ” ক্লাব

লকডাউনের সংকটময় পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে বারুইপুরের দক্ষিণরায় পল্লী "আমরা কজন " ক্লাব

Covid 19 এ আক্রান্ত সারা পৃথিবী। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই করোনা আক্রান্তের সংখ্যা কম বেশি ,আমাদের দেশ ভারত বর্ষে ও লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা।

করোনা সংক্রমন যাতে না ছড়িয়ে পড়ে সেই কারনেই আমাদের রাজ্যসহ সারা দেশে চলছে লকডাউন। এই লক ডাউনে মধ্যবিত্ত থেকে আরম্ভ করে দরিদ্র মানুষ প্রত্যেকেরই অর্থনৈতিক দিক থেকে বেহাল দশা শুরু হয়ে গেছে, দরিদ্র মানুষ যারা দিন আনি দিন খায় এরা সবচাইতে বেশি উদ্বিগ্ন ,কারণ পরের দিন তাদের হাঁড়ি চড়বে এটুকু ও কোন নিশ্চয়তা নেই ।

সরকার ও স্বেচ্ছাসেবীগন যতটুকু পরিষেবা দেওয়া তাদের পক্ষে সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহুর্তে দিন আনে দিন খায় এমন অসংখ্য শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বারুইপুরের দক্ষিণরায় পল্লীর ১নম্বর ওয়ার্ডের অন্তর্গত “আমরা কজন ” ক্লাব।

তারা প্রায় ৩২ টি দরিদ্রসীমার নিচে থাকা পরিবারকে সাহায্য করে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং প্রয়োজনে আবারও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button