বিনোদন

সুশ আমায় চাঁদ দেখিয়েছিল টেলিস্কোপে: শ্রদ্ধা

সুশ আমায় চাঁদ দেখিয়েছিল টেলিস্কোপে: শ্রদ্ধা

 

ওয়েবডেস্ক : কেউ‌ই মেনে নিতে পারছে না। ১৪ জুন, রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। পরের দিন হয় ময়নাতদন্ত, শেষকৃত্য। চিতাভস্ম ভেসে গেছে গঙ্গার জলে। কিন্তু শোক যাচ্ছে না। শুধু বলিউড কেন, গোটা দেশই ভুলতে পারছে না এমন এক জীবন্ত যুবকের অকালে

চলে যাওয়া। এবার বন্ধুর কথা মনে করে শোকাতুর হলেন অভিনেত্রী শ্রদ্ধা। প্রিয় সুশান্ত আর নেই। সেটা যেন মানতেই পারছেন না বন্ধু শ্রদ্ধা কাপুর। সব কিছুর মধ্যে সুন্দরকে খুঁজে বেরানো এমন একটা জলজ্যান্ত প্রাণ এভাবে আচমকা থেমে যাবে সেটা কখনও কল্পনাও করেননি শ্রদ্ধা। এমনটাই জানিয়েছেন

‘ছিছোড়ে’ ছবিতে প্রয়াত অভিনেতার সঙ্গে কাজ করা শ্রদ্ধা। এই ছবি শুরু কলেজের মিষ্টি প্রেম দিয়ে, তারপরে বিয়ে, তারপরে বিচ্ছেদ। তারপর অবসাদগ্রস্ত ছেলের আত্মহত্যার চেষ্টা। কিন্তু না, সেই পরিণতি হয়নি।

সেখান থেকে ফিরে আসার গল্পই ‘ছিছোড়ে’। আর এমন ছবির নায়ক কিনা শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন! বিস্ময় বলিউডের। অনেক সম্ভাবনা থাকা সত্বেও ‘ছিছোড়ে’হয়ে রইল সুশান্তের শেষ ছবি।

সুশান্তকে নিয়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেচেন শ্রদ্ধা। আর সেই পোস্টের ছত্রে ছত্রে আবেগ ফুটে উঠেছে। কষ্টের সঙ্গে উঠে এসেছে স্মৃতি। শ্রদ্ধা লিখেছেন, ‘যা ঘটেছে এবং যা যা ঘটতে চলেছে তা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। সুশান্ত… প্রিয় সুশান্ত, তোমার চলে যাওয়ায় গভীর ক্ষত তৈরি হয়েছে। তুমি

ছিলে একেবারে দয়ালু, মানবিক এবং জীবন উপভোগ করা মানুষ। কোথায় কী সুন্দর, সবসময় তা খুঁজে বেরিয়েছ। নিজের ছন্দেই মগ্ন থাকতে’, ইনস্টা পোস্টের শুরুতেই লিখেছেন অভিনেত্রী শ্রদ্ধা।

শ্রদ্ধা আরও লিখেছেন, ‘শুধু দারুণ একজন সহ অভিনেতাই নয়, সেই সঙ্গে সুশান্ত অন্তর থেকে ছিল একজন ভাল মানুষ। সব সময়ে মানুষের কথা ভাবত এবং সবাইকে খুশি রাখতে চাইত। ওর হাসি, কথা বলা, ভাবনা, সব মিলিয়ে যে যে মুহূর্ত তৈরি হয়েছে তার সবই সত্যিই অনবদ্য। সুশান্ত মিউজিকের সঙ্গে

কবিতা পড়তেও ভালবাসত। নিজের টেলিস্কোপ দিয়ে আমাকে চাঁদ দেখিয়েছিল। আমি তোমাকে খুব মিস করব, প্রিয় সুশান্ত…।’

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button