রাজনীতি

‘‌নরেন্দ্র নন সারেন্ডার মোদি, চিন ইস্যুতে ফের আক্রমণ রাহুলের !

'‌নরেন্দ্র নন সারেন্ডার মোদি, চিন ইস্যুতে ফের আক্রমণ রাহুলের !

 

ওয়েবডেস্ক :: লাদাখ নিয়ে আরও আক্রম‌ণাত্মক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কড়া ভাষায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে টুইট করলেন। জাপানের সংবাদমাধ্যমের একটি খবরের লিঙ্ক পোস্ট করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে ‘‌সারেন্ডার মোদি’‌ বলে কটাক্ষ করলেন তিনি।

তবে সারেন্ডার বানান ভুল করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাল্টা হাসিরও খোরাক হয়েছেন রাহুল। কংগ্রেস শীর্ষ নেতার এই আক্রমণের পরই অবশ্য আসরে নামে বিজেপি। তাঁদের দাবি করেছে, ক্ষমা চাইতে হবে রাহুলকে।

গালওয়ান ভ্যালি নিয়ে শুরু থেকেই মোদিকে নিশানা করেছেন রাহুল। কখনও আবার তাঁকে প্রশ্ন করেছেন। এদিকে, ভারত-চীন সংঘাত নিয়ে খবর প্রকাশিত হচ্ছে বিদেশি সংবাদমাধ্যমগুলিতেও। ‘‌জাপান টাইমস’‌-এর একটি প্রতিবেদনে ভারতের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

সেই প্রতিবেদনটিই টুইটারে তুলে রাহুল লেখেন, ‘‌নরেন্দ্র নন, সারেন্ডার মোদি’। পালটা হিসেবে বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেইন বলেন, ‘‌গোটা দেশ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন রাহুল গান্ধী চীনের ভাষায় কথা বলছেন। প্রধানমন্ত্রীকে অপমান করেছেন রাহুল। তাঁকে ক্ষমা চাইতে হবে।’‌

এদিকে, সুর চড়িয়েছেন কানহাইয়া কুমারও। জেএনইউয়ের প্রাক্তন ছাত্র সভাপতি টুইটে লেখেন, প্রধানমন্ত্রী শুধু ফেকু নন, ভীতুও। তাঁর কথায়, ‘‌’‌ঘরে ঢুকে মারব’‌ বলে ক্ষমতায় আসা ব্যক্তিটি ২০ জন জওয়ান শহিদ হওয়ার পর বলছেন, ‘‌ঘরে কেউ ঢোকেইনি’। উনি শুধু ফেকু নন, ভীতুও।‌’‌

সুত্র: আজকাল.in

 

 

আরও পড়ুন ::

Back to top button