ঝাড়গ্রাম

লালগড়ে চাষ জমিতে লাঙল করার সময় পাওয়া গেল বন্দুকের নল

লালগড়ে চাষ জমিতে লাঙল করার সময় পাওয়া গেল বন্দুকের নল

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: জমি লাঙল করার সময়ে উদ্ধার হল একটি এক নলা বন্দুকের নল। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার পাপোটপুর এলাকায় জমি থেকে বন্দুকের নল উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় কংসাবতী নদীর তীরে ট্রাক্টরে চাষের জমিতে লাঙল করছিলেন মিঠুন বেজ নামে এক যুবক। তাঁর বাড়ি শ্যামসুন্দরপুর গ্রামে। জমিটি মিঠুনের বাবার। লাঙলের সময়ে বন্দুকের নলটি বেরিয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ গিয়ে বন্দুকের নলটি উদ্ধার করে আনে। পুলিশ জানায়, জমিতে লাঙল করার সময়ে প্রায় ১৫ বছরের পুরনো একটি এক নলা বন্দুকের নল পাওয়া গিয়েছে। বহু বছর আগে দুষ্কৃতীরা ওই বন্দুকটি পুঁতে রেখেছিল বলে মনে করা হচ্ছে। কারণ বন্দুকের কাঠের বাঁটটি একেবারে মাটিতে মিশে গিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button