ঝাড়গ্রাম

ঝাড়গ্রামের নয়াগ্রামে আবগারি দপ্তরের অভিযান, নষ্ট করা হল একশো লিটার চোলাই

ঝাড়গ্রামের নয়াগ্রামে আবগারি দপ্তরের অভিযান, নষ্ট করা হল একশো লিটার চোলাই

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ওড়িশা সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বনিশোল, ধূমসাই, পচাগেড়িয়া, ধবাসাই গ্রামে অভিযান চালিয়ে একশো লিটার চোলাই নষ্ট করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর।

বুধবার আবগারি দপ্তরের জেলা সুপার অনির্বাণ সান্যালের নেতৃত্বে পুলিশ ও আবগারি কর্মীদের নিয়ে এক যৌথ অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই ও চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দেওয়া হয়।

Read More : লালগড়ে চাষ জমিতে লাঙল করার সময় পাওয়া গেল বন্দুকের নল

আবগারি সুপার জানান, জঙ্গলের মধ্যে গোপনে চোলাইয়ের কারবার চলছিল। চোলাই ভর্তি ড্রাম ও হাঁড়ি এবং উপকরণ মাটি খুঁড়ে লম্বা গর্ত খুঁড়ে নিচে লুকিয়ে রাখা ছিল। অভিযানে মোট একশো লিটার চোলাই ও ৪১ হাজার ৪০০ লিটার চোলাই তৈরির উপকরণ উদ্ধার ও নষ্ট করা হয়েছে। তবে চোলাই কারবারিরা চম্পট দেওয়ায় কাউকেই ধরা যায়নি।

আরও পড়ুন ::

Back to top button