কলকাতা

‘গোমূত্র পান করি তাই ভালো থাকি’

‘গোমূত্র পান করি তাই ভালো থাকি’

 

ওয়েবডেস্ক : গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়! গত বছরের নভেম্বর মাসে এমনই তত্ত্বের কথা শুনিয়ে পশ্চিমবঙ্গজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যা নিয়ে বিস্তর বিতর্ক, হাসিঠাট্টাও চলেছিল।

আবার যেন সেই দিন ফিরিয়ে আনলেন দিলীপ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুর্গাপুরের একটি চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে দিলীপ বলেন, ‘আমরা গরুর দুধ, গোমূত্র পান করি তাই ভালো থাকি’!

প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। দুর্গাপুরেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গিয়েছে মদের দোকান। তার জেরে কী হয়েছে, দেখতে পাচ্ছেন তো। তারা মদ খায় খাবে, আমরা পান করবো গোমূত্র, গরুর দুধ।’

আরও পড়ুন : গরুর দুধ, গোমূত্র খান, তাই ভাল থাকেন! গাধারা গরুর কথা বুঝবে না, বিস্ফোরক দিলীপ ঘোষ

এখানেই থামেননি তিনি। দলীয় কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আপাতত এক বছর কোনও পার্টি-টার্টি করবেন না। শুধু আয়ুর্বেদিক সেবন করুন। মনে করুন এক বছর উপবাস পালন করছেন। তাহলেই আপনি, আপনার পরিবার আর সমাজ সুস্থ থাকবে।’

যদিও সমাজ সুস্থ থাকার কথা মুখে বললেও এদিন তার দুর্গাপুরের জমায়েত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একদল লোক নিয়ে দিলীপ ঘোষ যখন এমন বক্তব্য রাখছেন, তখন তার মুখে ছিল না মাস্ক। যদিও বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘আমরা সমস্ত নিয়ম মেনেই সভা-সমাবেশ করছি।’

তবে, গোমূত্রের হয়ে কথা বলতে গিয়ে তিনি তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তার কথায়, ‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র পান করে ভালো থাকব। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’

আরও পড়ুন : ‘২০২১ পর্যন্ত সরকারই থাকবে না’, ফ্রি রেশন ইস্যুতে মমতাকে তোপ দিলীপের

আরও পড়ুন ::

Back to top button