শিক্ষা

স্কুল, কলেজ খোলার ব্যাপারে বড় সিধান্ত নিলেন মুখ্যমন্ত্রী , জেনে নিন !

স্কুল, কলেজ খোলার ব্যাপারে বড় সিধান্ত নিলেন মুখ্যমন্ত্রী , জেনে নিন !

পরিস্থিতির উন্নতি হলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ফের স্কুল, কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অল্টারনেটিভ দিনে ক্লাস চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা পরিস্থিতির জেরে গত মার্চ মাস থেকেই তালা ঝুলছে রাজ্যের স্কুল, কলেজ-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।প্রতিদিন দেশের অন্য একাধিক রাজ্যের পাশাপাশি সংক্রমিতের সংখ্যা বাড়ছে বাংলাতেও। এই পরিস্থিতিতে এখনই রাজ্যের স্কুল, কলেজগুলি খোলার কোনও প্রশ্নই নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[ আরও পড়ুন : হাসপাতালে নিজেই নিজের কাপড় কাচছেন করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী (ভিডিও ) ]

আগামী ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ বন্ধই থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে পরিস্থিতির উন্নতি হলে ৩১ অগাস্টের মধ্যে ফের বৈঠকে বসবে রাজ্য সরকার।স্কুল, কলেজ খোলা নিয়ে সেই সময়ের পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন তিনি।

 

 

 

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button