Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

‌করোনায় আক্রান্ত অমিতাভের মৃত্যু কামনা, দিলেন মোক্ষম জবাব

‌করোনায় আক্রান্ত অমিতাভের মৃত্যু কামনা, দিলেন মোক্ষম জবাব

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অমিতাভ বচ্চনের দিন কাটছে এখন নানাবতী হাসপাতালের চার দেওয়ালের মধ্যে। আর এখানে বসেও রেহাই মিলছে না বিগ বির। তাঁর মৃত্যু কামনা চেয়ে অমিতাভকে ট্রোল করার মোক্ষম জবাব দিলেন হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ড থেকেই।

অমিতাভের মৃত্যু চেয়েছেন এক নেটিজেন:

তিনি এক অজ্ঞাতনামা নেটিজেনের বিরুদ্ধে লম্বা চিঠি লিখেছেন, যেখানে ওই ব্যক্তি নোভেল করোনা ভাইরাসে অমিতাভের মৃত্যু চেয়েছেন। অমিতাভ লিখেছেন, ‘‌আমি আশা করব আপনার মৃত্যু কোভিড-১৯-এ হোক।’‌ অমিতাভ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাঁর চিঠিতে লিখেছেন, ‘এই যে মিস্টার অজ্ঞাতনামা ব্যক্তি, আপনি নিজের বাবার নামও লেখেননি, কারণ আপনি নিজেও জন্মদাতার নাম জানেন না, এখানে মাত্র দু’‌টি জিনিস হতে পারে, নয়ত আমি মরে যাব আর নয়ত বেঁচে যাব।

আমি যদি মরে যাই তবে তুমি আর কোনও সেলেবের নাম নিয়ে তোমার ডায়রিটা লিখতে পারবে না, করুণা হচ্ছে।’‌ অমিতাভ আরও উল্লেখ করেন, ‘‌আপনার লেখা সকলের নজরে আসার কারণ হল আপনি অমিতাভ বচ্চনকে উল্লেখ করেছেন, নয়ত এর কোনও অস্তিত্ব নেই। যদি ভগবানের কৃপায় আমি বেঁচে যাই, তাহলে আপনি দেখতে পারবেন এই সোয়াইপ ঝড় শুধু আমার জন্য নয়, তবে ৯০ মিলিয়নের বেশি অনুসরণকারী খুব রক্ষণশীল স্তরে রয়েছে।’‌

আরও পড়ুন : মৃত্যুর ঠিক ৪ দিন আগে দিদি শ্বেতার সঙ্গে কী চ্যাট হয়েছিল সুশান্তের , ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

‌করোনায় আক্রান্ত অমিতাভের মৃত্যু কামনা, দিলেন মোক্ষম জবাব

ভক্তরাই বেঁচে থাকার শক্তি অমিতাভের:

অমিতাভ তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘‌আমি তাঁদের এখনও বলিনি, তবে আমি বেঁচে থাকলে অবশ্যই বলব, যে তোমরাই আমার বেঁচে থাকার শক্তি। গোটা বিশ্ব থেকে রয়েছে, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ, এঁরা শুধু আমার পেজের অনুগামী নয়, এঁরা আমার বিস্তৃত পরিবার, আমি যা বলব তাই করবে!‌ আমি তাঁদের বলব ‘‌ঠোক দো শালো কো।’‌

[ আরও পড়ুন : সুশান্তের বিরুদ্ধে #মিটু অভিযোগ নিয়ে কী বললেন স্বস্তিকা? জেনে নিন ! ]

ছাড়া পেয়েছেন আরাধ্যা-ঐশ্বর্য:

অমিতাভের নাতনি আরাধ্যা ও পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফেরার খুশিতে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি অমিতাভ। খুশিতে চোখ থেকে জল বেরিয়েছে বিগ বির। অমিতাভ সোমবার টুইট করেছেন, ‘‌ছোট্ট আরাধ্যা ও বউমা বাড়ি ফিরেছে, আমার চোখে জল এসে গিয়েছে। ছোট্ট আরাধ্যা আমায় জড়িয়ে ধরে বলেছে কেঁদো না, তুমিও তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আমায় আশ্বাস দিয়েছে, আমি অবশ্যই তাকে বিশ্বাস করব।’‌

‌করোনায় আক্রান্ত অমিতাভের মৃত্যু কামনা, দিলেন মোক্ষম জবাব

বাবাকে মনে পড়ছে অমিতাভের:

করোনা সংক্রমিত হয়ে গত দু’সপ্তাহ ধরে মুম্বইয়ের নানাবতী হাসাপাতালে চিকিত্‍সাধীন অমিতাভ বচ্চন। ভর্তি রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে। ঐশ্বর্য ও আরাধ্যা সুস্থ হয়ে উঠলেও এখনও সুস্থ হননি অমিতাভ ও অভিষেক। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে অমিতাভ জানান, বাবা, প্রয়াত কিংবদন্তী কবি হরিবংশ রাই বচ্চনকে বড় মনে পড়ছে। অমিতাভের দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশজুড়ে চলছে প্রার্থনা, কোথাও যজ্ঞ, কোথাও বা মন্দিরে পুজো দেওয়া হচ্ছে।

[ আরও পড়ুন : ‘তুমি অস্কার পুরষ্কারপ্রাপ্ত শিল্পী, এই কারণে বলিউডে কাজ হারাচ্ছ’, রহমানকে ‘ইঙ্গিত শেখর কাপুরের ]

 

 

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button