জাতীয়

আগস্টে জারি হচ্ছে আনলক-৩, রইলো বিধি-নিষেধের পূর্ণাঙ্গ তালিকা

আগস্টে জারি হচ্ছে আনলক-৩, রইলো বিধি-নিষেধের পূর্ণাঙ্গ তালিকা

দেশজুড়ে করোনা আবহ। দিন যত যাচ্ছে ততই উত্তরোত্তর বাড়ছে উদ্বেগ। অদৃশ্য ব্যাধির দাপটে মৃত ও আক্রান্তের গ্রাফচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী।

আর এরই মধ্যে ৩১ জুলাই শেষ হচ্ছে আনলক-২। গত মার্চ মাস থেকেই দফায় দফায় চলছে লকডাউন। যার জেরে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলি। তাঁদের কথা ভেবেই মে মাস থেকে শুরু হয়েছিল আনলক পক্রিয়া। ধীরে,ধীরে ছাড়পত্র মিলেছে অফিস,কাছারি সহ বিভিন্ন ক্ষেত্রে।

যদিও সংক্রমনের হার কমানো যায়নি। এরই মধ্যে আগস্ট মাস থেকে ফের আনলক-৩ এর নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১আগস্ট থেকে খুলে যাবে জিম,যোগা কেন্দ্র সহ একাধিক ক্ষেত্র। তবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ জুলাইয়ের পরিবর্তে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে।

তাহলে আসুন এক নজরে দেখে নিন ১ আগস্ট থেকে কী কী খুলছে আর কোন,কোন ক্ষেত্রগুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

[ আরও পড়ুন : সংবিধান থেকে ‘সমাজবাদ’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার দাবি, মামলা সুপ্রিম কোর্টে ]

আগামী ১ আগস্ট থেকে খুলে যাচ্ছে :

১. আনলক-৩ শুরু হওয়ার পর আগামী ৫ আগস্ট থেকে জনসাধারণের জন্য খুলে যাচ্ছে, যোগাকেন্দ্র এবং জিম।

২. ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা হবে সামাজিক দূরত্ব মেনে।

৩.বন্দে ভারত মিশনের অন্তর্গত নিয়ম মেনে চালানো হবে কিছু আন্তর্জাতিক বিমান।

৪. উপরি উল্লিখিত নির্দেশিকার ছাড়পত্র দেওয়া হয়েছে শুধুমাএ কনটেইনমেন্ট জোনের বাইরে থাকা এলাকাগুলিতে।

[ আরও পড়ুন : রাফালকে স্বাগত জানিয়ে সংস্কৃত ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী ]

আনলক-৩ বন্ধ থাকবে:

১. স্কুল,কলেজ এবং কোচিং সেন্টার গুলি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
২. বন্ধ থাকবে রেল,মেট্রো পরিষেবা।
৩. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকবে, সিনেমাহল, থিয়েটার, সুইমিংপুল, পার্ক এবং বার।
৪. সামাজিক জমায়েত, রাজনৈতিক আলোচনা সভা, যেকোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকবে। বিয়ে বাড়িতে ৫০ জনের বেশি লোকের প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ। মানতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা বিধি। শ্রাদ্ধের অনুষ্ঠানে ২০ জনের বেশি লোক জমায়েত করা যাবে না।

এছাড়াও বয়স্ক মানুষ, দশ বছরের কম বয়সী বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনবহুল এলাকা বা রাস্তায় বের হলে মাক্স পড়া বাধ্যতা মূলক।

[ আরও পড়ুন : ‘আপনাকে অনুরোধ, বকেয়া টাকা দিন’, প্রধানমন্ত্রীর কাছে দাবি পাওনা নিয়ে মুখ্যমন্ত্রীর ]

 

 

 

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button