জাতীয়

কেরালা বিমান দুর্ঘটনায় ২২ জন উদ্ধারকারী করোনা আক্রান্ত

কেরালা বিমান দুর্ঘটনায় ২২ জন উদ্ধারকারী করোনা আক্রান্ত

কেরালার (Kerala) কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় উদ্ধারকারী ২২ জন সরকারি আধিকারিক করোনা (COVID-19) আক্রান্ত। তাঁদের আইসোলেশনে থাকার নির্দেশ আগেই দিয়েছিল কেরল সরকার। তাঁদের মধ্যে একজন জেলাশাসক ও স্থানীয় পুলিশ প্রধানও রয়েছেন। গত সপ্তাহে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ১৮৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। হার্ড ল্যান্ডিং হয়ে বিমানটি দুটুকরো হয়ে যায়।

২ পাইলট সহ মৃত্যু হয় ১৯ জনের। ১৫০ জনের বেশি আহত হন। মৃত যাত্রীদের মধ্যে একজনের করোনাভাইরাস ধরা পড়ে। এরপরই উদ্ধারকাজে থাকা সকলকে হোম কোয়ারান্টিন যেতে নির্দেশ দেয় রাজ্য সরকার।
বিমান দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

[ আরও পড়ুন : রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ‘ভ্যাকসিনের এখনই ছাড়পত্র দিচ্ছে না হু ]

অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া, গুরুতর আহতদের মাথাপিছু ২ লাখ ও যাদের আঘাত সামান্য তাঁদের ৫০ হাজার করে আর্থিক সাহায্য দেবে কেন্দ্র।

 

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button