জাতীয়

অবশেষে করোনামুক্ত অমিত শাহ, আপাতত থাকবেন হোম আইসোলেশনে

অবশেষে করোনামুক্ত অমিত শাহ, আপাতত থাকবেন হোম আইসোলেশনে

অমিত শাহর করোনা রিপোর্ট এবার নেগেটিভ এল। নিজেই টুইট করে সেকথা জানালেন। দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এদিন টুইটারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ লিখলেন, ‘‌আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এল। ঈশ্বরকে ধন্যবাদ জানাই।

একই সঙ্গে যাঁরা আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করেছেন, সুস্থতা কামনা করেছেন, তাঁদেরও ধন্যবাদ। চিকিত্‍সকের পরামর্শে এখন কয়ের দিন বাড়িতেই আইসোলেশনে থাকব।’‌ পাশাপাশি তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের চিকিত্‍সক এবং চিকিত্‍সাকর্মীদেরও ধন্যবাদ দিলেন।

[ আরও পড়ুন : এবার থেকে অনলাইনে ওষুধ পৌঁছে দেবে অ্যামাজন ]

 

দু’‌সপ্তাহ আগে মন্ত্রিসভার একটি বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন শিক্ষা নীতি পাশ হয় সেই বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার পরেই শাহ করোনা আক্রান্ত হয়েছেন বলে ধরা পড়ে। সে খবরও শাহ নিজেই টুইটারে দিয়েছেন।

[ আরও পড়ুন : রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ‘ভ্যাকসিনের এখনই ছাড়পত্র দিচ্ছে না হু ]

 

 

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button