বিনোদন

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ

আরও এক দুঃসংবাদ ২০২০ সালে। এদিন জীবনাবসান হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় ব্যক্তিত্ব পণ্ডিত যশরাজের। পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত ৯০ বছর বয়সী ভারতের এই শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ নিউ জার্সিতে প্রয়াত হন বলে খবর। পণ্ডিত যশরাজের প্রয়াণের খবর পেতেই শোকপ্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, পণ্ডিত যশরাজের প্রয়াণের খবর জানিয়েছেন তাঁর কন্যা দুর্গা যশরাজ। প্রসঙ্গত, দুর্গা যশরাজও একজন নামী শিল্পী। এদিকে, এবছরের জানুয়ারি মাসেই পণ্ডিত যশরাজ ৯০ বছর পূর্ণ করেন। তারপর কয়েক মাস কাটতে না কাটতেই তাঁর জীবনাবসান হল। উল্লেখ্য ২০২০ সালে একের পর এক নক্ষত্রপতন হচ্ছে ভারতের বুকে ।

[ আরও পড়ুন : আজ দেশে করোনাভাইরাস টেস্টের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল, মৃতের হার কমে ১.৯৩ শতাংশ ]

এদিন বিকেলেও আরও এক মৃত্যুর খবর আসে। বলিউডের ‘দৃশ্যম’ খ্যাত পরিচালক নিশিকান্তের প্রয়াণের শোকবার্তা টুইটারে জানান রীতেশ দেশমুখ। মাত্র ৫০ বছর বয়সে নিশিকান্তের মৃত্যু হল। স্বভাবতই ঘটনার জেরে শোকের ছায়া বলিউডে। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগে মৃত্য়ু হয় নিশিকান্তের। আর সেই মৃত্যু সংবাদের কয়েক ঘণ্টা পরই যশরাজের জীবনাবসানের খবর আসে।

 

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button