দঃ ২৪ পরগনা

জোয়ার ভাটার দিকে তাকিয়ে দিন গুনছে গঙ্গাসাগরের কয়েকশো পরিবার

জোয়ার ভাটার দিকে তাকিয়ে দিন গুনছে গঙ্গাসাগরের কয়েকশো পরিবার

রবীন মজুমদার, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগরের নদীমাতৃক এলাকার বহু মানুষের বসবাস আর সেই নদীমাতৃক এলাকা বর্তমানে ভেঙে ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাওয়ার পথে। এমনই একটি গ্রাম ধবলাট রাধিকাপুর গ্রাম নদীর জোয়ার ভাটা দিকে তাকিয়ে দিন গুনছে কয়েকশ পরিবার।

নদী থেকে প্রায় ৫৫ মিটার দূরে বসবাসকারী কয়েকশো পরিবার সর্বস্বান্ত হতে চলেছে, কখনো জড়ো হাওয়া, কখনো ঝড়-বৃষ্টি, এছাড়া নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাদের বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে অনবরত।বেশ কিছুদিন আগে নদীগর্ভে প্রায় ১২ থেকে ১৩ বিঘা জমি তলিয়ে গেছে।বিগত দিনে আইলা থেকে শুরু করে বুলবুল, আম্ফান, এর মত বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তারা সর্বস্বান্ত হয়ে গিয়েছিল।

[ আরও পড়ুন : অনুদানের চলচ্চিত্রে অপু বিশ্বাস ]

কিন্তু কোন প্রকার সহৃদয় ব্যক্তি বা কোন সরকারি সাহায্য তারা এখনও পর্যন্ত পাইনি। আজ পরিবেশ উন্নয়ন পরিষদ ও কৃষ্ণা সুচিত্রা মেমোরিয়াল স্টাডি সেন্টারে যৌথ উদ্যোগে রাধিকাপুর গ্রামে কয়েকশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী থেকে শুরু করে নানা রকম সরঞ্জাম তাদের হাতে তুলে দেয়।

 

আরও পড়ুন ::

Back to top button