খেলা

রোনালদোর রেকর্ড ভাঙতে পারবেন কি লেভানদোভস্কি?

রোনালদোর রেকর্ড ভাঙতে পারবেন কি লেভানদোভস্কি?

স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। ৪৬ ম্যাচে এ ফরোয়ার্ড ৫৫ গোল করেছেন।

ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে মৌসুম শুরু করা বায়ার্ন আজ কঠিন পরীক্ষায়। চ্যাম্পিয়নস লিগে ফাইনালে তাদের সামনে আজ ফ্রান্সের প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) । লেভাদোভস্কির পরীক্ষা অবশ্য দুইটি। এক, ক্লাবকে চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ শিরোপা জেতানো। দ্বিতীয়, রোনালদোর এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা।

[ আরও পড়ুন : ধোনির সঙ্গে আমার স্বামী শোয়েবের অনেক মিল রয়েছে: সানিয়া মির্জা ]

২০১৩-১৪ মৌসুমে রোনালদো ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। ১৭ গোল করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোল স্কোরার (১৩০) পরবর্তীতেও নিজের রাজত্ব ধরে রাখেন। ২০১৫-১৬ মৌসুমে ১৬ গোল এবং ২০১৭-১৮ মৌসুমে ১৫ গোল করেছেন।

লেভানদোভস্কি এবারের মৌসুমে ১৫ গোল করেছেন। ফাইনালে একটি হ্যাটট্রিক করতে পারলেই সিআর সেভেনকে টপকে ইতিহাস গড়বেন বায়ার্নের এ সুপারস্টার। এ জন্য সময়ের সেরা রক্ষণদূর্গ ভাঙতে হবে তাকে। কাজটা কঠিন। অসম্ভব নয় নিশ্চয়ই।

 

আরও পড়ুন ::

Back to top button