রূপচর্চা

রূপচর্চায় সারা বছরই কাজে লাগতে পারে অলিভ অয়েল

রূপচর্চায় সারা বছরই কাজে লাগতে পারে অলিভ অয়েল

রূপচর্চায় সারা বছরই কাজে লাগানো যেতে পারে অলিভ অয়েল। জলপাইয়ের অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের ভেতরের স্তরে প্রয়োজনীয় খনিজের জোগান দিতে পারে। এর প্রভাবে ত্বক উজ্জ্বল থাকার পাশাপাশি টোনডও থাকে।

চুল থেকে ত্বক সবেতেই কাজে আসবে এই তেল।

১. ঠোঁটের নরম ভাব ধরে রাখতে ও ঠোঁট ফাটা রুখতে এক চা চামচ অলিভ অয়েল, কয়েক ফোঁটা লেবুর রস ও আধা চামচ চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে চিনি না গলে যাওয়া অবধি মাসাজ করুন। দিনে একবার এটি করতে পারলেই উপকার পাবেন অনেকটা।

[ আরও পড়ুন : গোলমরিচের রয়েছে অনেক উপকারিতা ]

২. রাসায়নিকের ছোঁয়ায় চুলের নানা রকম ক্ষতি হয়। তাই বাজারচলতি কন্ডিশনারে আস্থা না রেখে অলিভ অয়েল দিয়েই সারতে পারেন এই কাজ। আধা কাপ অলিভ অয়েল গরম করে তাতে চায়ের লিকার মিশিয়ে চুলে লাগিয়ে নিলেই কন্ডিশনারের উপকার পাবেন।

৩. স্নানের জলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল চার পাঁচ চামচ মিশিয়ে নিন। ত্বককে নরম তো রাখবেই, সারাদিনে ঘামও হবে অনেক কম।

৪. ভুরু তোলার পর বা দাড়ি কামানোর পর ত্বক জ্বালা করলে বা কোনও রকম র‌্যাশ বের হলে অলিভ অয়েলে ভরসা রাখুন। ভুরু তোলার পর ভুরুর চারপাশে এক ফোঁটা অলিভ অয়েল লাগিয়ে নিন। শেভিংয়ের পরে গালে ঘষে নিন অলিভ অয়েল।

আরও পড়ুন ::

Back to top button