Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিন হারাম বললেন মৌলানা! করোনা ভ্যাকসিন যে নেবে তাকে মুসলিম ধর্ম থেকে বেড় করে দেওয়া হবে।

করোনা ভ্যাকসিন হারাম বললেন মৌলানা! করোনা ভ্যাকসিন যে নেবে তাকে মুসলিম ধর্ম থেকে বেড় করে দেওয়া হবে।

অক্সফোর্ডের করোনাভাইরাসের সম্ভাব্য টিকা নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছেন এক ক্যাথলিক আর্চবিশপ। এবার সেই তালিকায় যুক্ত হলেন অস্ট্রেলিয়ার ইমাম সুফায়ান খলিফা। তিনি জানালেন, অক্সফোর্ডের করোনা টিকা ‘হারাম’। সেজন্য মুসলিমদের সেই টিকার না নেওয়ার নির্দেশ দেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো পোস্ট করে সুফায়ান দাবি করেন, সত্তরের দশকে গবেষণাগারে গর্ভপাত হওয়া একটি শিশুর ভ্রূণ কোষ নিয়ে করোনার সম্ভাব্য টিকা তৈরি করেছে অক্সফোর্ড ও ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকা। এই কারনে এই ভ্যাকসিন নিলে গুনা হবে।

আরও পড়ুন : করোনায় মৃত্যুর হার কমলেও সাপ্তাহিক সংক্রমণ বৃদ্ধিতে বিশ্বে ভারত প্রথম : WHO

তিনি বলেন, ‘যে মুসলিম সংগঠনগুলি এই টিকার ব্যবহারকে সমর্থন করছে, তাদের লজ্জা (হওয়া উচিত)। এই ফতোয়ায় যে ইমামরা সই করছেন, তাঁদেরও ধিক্কার।’এছাড়াও তিনি বলেন করোনা আল্লার গজব। মুসলমানদের কোনো ভ্যাকসিন প্রয়োগ এর দরকার নেই। আল্লার ইবাদত করুন আল্লা আপনাকে রক্ষা করবে।

যারা এই ভ্যাকসিন নেবে তাদের মুসলমান ধর্ম থেকে বাতারিত করা দরকার।

আরও পড়ুন ::

Back to top button