দঃ ২৪ পরগনা

বিরল প্রজাতির বাগরোল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ালো চাঞ্চল্য

বিরল প্রজাতির বাগরোল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ালো চাঞ্চল্য

রবীন মজুমদার, দক্ষিণ ২৪ পরগনা: নামখানা ব্লকের দ্বারিক নগরে সুমিত বেরা নামে এক ব্যক্তির মুরগির ঘরে মিললো বিরল প্রজাতির বাগরোল, তুলে দেয়া হলো বনদপ্তরের হাতে।

নামখানা ব্লকের দ্বারীকনগর এলাকার সমীর বেরা নামে এক ব্যক্তি চাষবাস এবং মুরগি চাষের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের মুরগি চাষ করে থাকেন এমনকি গত বছর রাজ্য সরকারি কৃষি রত্ন পুরস্কার পান।

আরও পড়ুন : সপরিবারে করোনায় আক্রান্ত ‘দ্য রক’

এই ব্যক্তির বাড়িতে মুরগির খামার করে স্বাবলম্বী হবার চেষ্টা করছেন। সকালে মুরগির খাবার দিতে গিয়ে দেখেন একটি বাগরোল মুরগি ধরে খাচ্ছে সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেচামেচি শুরু করে।

বিরল প্রজাতির বাগরোল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ালো চাঞ্চল্য

বেশকিছু মানুষ দৌড়ে আসেন, অনেকে মারার চেষ্টা করলেও সমির বাবু পশু থেকে নামাতে দিয়ে লাঠির মাথায় দড়ির ফাঁস করে বাগরোল টিকে ধরে ফেলেন পরে তাকে বার করে নিয়েছে নারকেল গাছের বেঁধে ফ্রেজারগঞ্জ বনদপ্তর এ খবর দেন পরবর্তীকালে বনদপ্তর এর লোকজন এসে বাগরোল দিকে নিয়ে যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button