Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

নিজের ব্যর্থতা নিয়েই সন্তুষ্ট: সোনম

নিজের ব্যর্থতা নিয়েই সন্তুষ্ট: সোনম

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে স্বজনপ্রীতি বিতর্ক চলছে বলিউডে। অনেক তারকা সন্তানকেই শুনতে হয়েছে যে, তারা স্বজনপ্রীতির কারণে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি সোনম কাপুর

এবার এক আমেরিকান ব্লগারও সোনমকে ‘নেপোটিজমের প্রোডাক্ট’ বলে আক্রমণ করলেন। এ ধরনের আক্রমণে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন সোনম। তাকে ঠিক কী মেসেজ পাঠানো হয়েছে তারও স্ক্রিনশট শেয়ার করেছেন অনিল কন্যা।

স্ক্রিনশট শেয়ারের সঙ্গে সোনম ওই ব্লগারের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমি জানি এই পোস্টের মাধ্যমে আপনি নিজের অনুরাগীর সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন, পাশাপাশি আমার দৃষ্টি আকর্ষণ করতেও সফল হলেন। আর আমি নিজের ব্যর্থতা নিয়েই সন্তুষ্ট।’

আরও পড়ুন : ৭ মিলিয়ন ডলারের বাড়ি বিক্রি করে দিচ্ছেন জেনিফার লোপেজ

আমেরিকান ব্লগারের মেসেজের যে স্ক্রিনশট সোনম শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, তিনি সোনমকে কটাক্ষ করে লিখেছেন, ‘পুরুষতন্ত্র ও নারীবাদ সম্পর্কে ভুল কথা বলেন, যা সমাজকে খারাপভাবে প্রভাবিত করে।

আপনার বাবার পরিচয় ছাড়া আপনার আর কিছুই নেই। আমার এখন এটা ভেবে ভালো লাগছে ভারতীয়রা বুঝেছেন এবং আপনার মতো তথাকথিত অভিনেত্রীকে এড়িয়ে চলছেন।’

এই মেসেজ শেয়ার করে সোনম লিখেছেন, এ ধরনের আক্রমণ তাকে আহত করেছে। পাশাপাশি আরো একটি পোস্টে সোনম লিখেছেন, ‘আমি শেষবারের মতো এমন ঘৃণাপূর্ণ মেসেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাতে যিনি এমন লিখেছেন তিনি তার একাকীত্বের জীবনে একটু আনন্দের রসদ খুঁজে পান।

তবে আমি এবার চললাম আশীর্বাদস্বরূপ পাওয়া আমার সুন্দর জীবন উপভোগ করতে।’

 

আরও পড়ুন ::

Back to top button