রূপচর্চা

চুল ও ত্বকের যত্নে গোলাপজল

চুল ও ত্বকের যত্নে গোলাপজল

চুল ও ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করতে পারেন। এতে থাকা ভিটামিন, প্রাকৃতিক চিনি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বল বাড়ায়, চুল ভালো রাখে।

আসুন জেনে নিই ত্বক ও চুলে গোলাপজল ব্যবহারে যত উপকার-

১. ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে চেপে লাগিয়ে শুকিয়ে নিন।

২. ত্বককে শুষ্ক ও রুক্ষতা দূর করে গোলাপজল। এ ছাড়া চোখের ক্লান্তি দূর করতে গোলাপজলে তুলা ভিজিয়ে চোখের ওপর রেখে দিন। চোখের ফোলা ভাবও কমে যাবে।

আরও পড়ুুন: বাড়িতেই চুল কার্ল করতে পারবেন হিট ছাডা়

৩. সমপরিমাণ গোলাপজল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগলে ব্রণ দূর হবে।

৪. দিনে কয়েকবার ত্বকে গোলাপজল স্প্রে করুন। এতে বলিরেখাহীন সুন্দর ত্বক পাবেন।

৫. শ্যাম্পু করার পর গোলাপজল দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

৬. চুলে গোলাপজল স্প্রে করে আঁচড়ালে লেপ্টে থাকা চুল হবে ঝলমলে।

আরও পড়ুন ::

Back to top button