খেলা

মেসিকে খুশি রাখার উপায় জানেন কোমান

মেসিকে খুশি রাখার উপায় জানেন কোমান

বার্সেলোনার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ভুলে সামনের দিকে তাকাচ্ছেন লিওনেল মেসি। ক্লাবের সবাইকে এক হওয়ার ডাক দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার তার কাছ থেকে সেরা ফর্ম বের করে আনার মতো একটা পরিবেশ তৈরি করতে চান কোচ রোনাল্ড কোমান। এজন্য সেরা দল সাজানোর চেষ্টা করবেন বলে ডাচ কোচ জানালেন।

বৃহস্পতিবার সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বার্সেলোনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসিকে কেন্দ্র করে দল গড়ার পরিকল্পনার কথা বললেন কোমান। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া বার্সা অধিনায়কের সাক্ষাৎকারের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন কোচ।

আরও পড়ুুন: এবারের আইপিএলে কোচদের বেতন আকাশছোঁয়া, কার কত

বুধবার মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, বার্সেলোনার ভালোর জন্য ন্যু ক্যাম্প ছাড়তে চেয়েছিলেন তিনি। এখন ক্লাবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও কর্মকর্তাদের সঙ্গে মনোমালিন্য ভুলে সামনে এগিয়ে যেতে চান। এজন্য ক্লাবের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মেসি। অবশ্য অধিনায়কের এমন মন্তব্যের পরও ন্যু ক্যাম্পে জীবন অনেক সহজ হবে বলে মনে করছেন না কোমান।

কোমান জানেন, বার্সেলোনার সঙ্গে খেলা যতটা চাপের, ঠিক একই রকম চাপে থাকেন এই ক্লাবের একজন কোচও। ডাচ কোচ বলেছেন, ‘আমি জানি না, মেসির মন্তব্যের পরও আমি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবো। আমার তা মনে হয় না।’ তবে মেসির সাম্প্রতিক দ্বন্দ্ব অবসানের ঘোষণায় কোমান স্বস্তিতে, ‘অধিনায়ক যখন ঐক্যের ডাক দেয়, তখন তা খুবই ইতিবাচক। আশা করি আমরা আগের চেয়ে আরও বেশি নিশ্চিন্তে থাকতে পারবো।’

আরও পড়ুুন: মেসিকে আর্সেনালে যেতে প্রলুব্ধ করা হয়েছিল

মেসির কাছ থেকে সেরাটা বের করে আনার সব পথ তৈরি করবেন কোমান, ‘আমি মনে করি তার জন্য আমাদের একটা সম্ভাব্য সেরা দল তৈরি করতে হবে, যেন সে তার সেরাটা খেলতে পারে। খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যবোধ করবে এমন একটা পদ্ধতিতে খেলা গুরুত্বপূর্ণ।’

ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে খুশি রাখার পরিকল্পনা করে রেখেছেন বার্সা কোচ, ‘বিষয়টা পুরোপুরি আমার হাতে কি না জানি না। ট্রেনিং সেশনে আমরা একটা ফর্মূলার খোঁজ করছি। সে ফুটবলের জন্য বাঁচে এবং সবকিছু জিততে চায়, এমনকি ট্রেনিং সেশনের ম্যাচও। জেতার জন্য সবকিছু করার চেষ্টা করে সে এবং তাকে খুশি রাখতে হলে আমাদের অনেক ম্যাচ জিততে হবে।’

 

আরও পড়ুন ::

Back to top button