খেলা

দুবাইতেও রমরমা আইপিএলের ফিক্সিং

দুবাইতেও রমরমা আইপিএলের ফিক্সিং

করোনাকালে মরুর শহরে আইপিএলের আয়োজন। এমন ঘোষণা হতেই আইপিএল ২০২০ এ জুয়ারিদের প্রভাব বাড়তে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু টুর্নামেন্ট ১২ দিন পার না হতেই সেই শঙ্কা সত্যিই হল।

এরই মধ্যে কলকাতায় বেশ কয়েকজন জুয়াড়িকে গ্রেফতারও করেছ পশ্চিমবঙ্গের পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যে দুবাইয়ে পৌঁছে গেছে জুয়াড়িরা এবং এজেন্টরা। এমনকি বিভিন্ন দলের আশেপাশে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে বুকিদের।

একথা স্বীকার করে নিলেন খোদ বিসিসিআইর অ্যান্টি করাপশন ইউনিট শাখার প্রধান অজিত সিং। তবে এর সঙ্গে তিনি এটাও আশ্বস্ত করলেন, পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গেই দেখছে বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলো। এখনও পর্যন্ত জুয়াড়ি যে সফল হয়নি, সে কথাও জানান তিনি।

আরও পড়ুুন: এবারের আইপিএলে কোচদের বেতন আকাশছোঁয়া, কার কত

এ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুবাইয়ে অনেক বুকিই কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে; কিন্তু কোনোভাবেই তারা এগোতে পারছে না। এখনও পর্যন্ত সবকিছু পরিকল্পনামাফিক চলছে। আমরা আরব আমিরাতে বোর্ড এবং স্থানীয় পুলিশের সঙ্গে মিলে কাজ করছি। তারা খুবই সাহায্য করছেন।’

তিনি আরো বলেন, খেলোয়াড়দের গতিবিধির উপর নজর রাখা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কারা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বা কথা বলছেন, সে ব্যাপারেও নজর রেখেছে তার দল। তবে এর পাশাপাশি ফিক্সিং রুখতে কড়া আইন আনার পক্ষেও সওয়াল করেছেন তিনি।

 

আরও পড়ুন ::

Back to top button