বলিউড

‘বাড়ি ফিরে শুধু কাঁদতাম’

‘বাড়ি ফিরে শুধু কাঁদতাম’

জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। চিত্রনাট্যের প্রয়োজনে নিজেকে অনেকবার ভেঙেছেন ও গড়েছেন। পর্দায় চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তার জুড়ি নেই। এজন্য বলিপাড়ায় তাকে ডাকা হয় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’।

কিন্তু ক্যারিয়ারের শুরু দিকে বেশ সংগ্রাম করেছেন তিনি। একের পর এক সিনেমার ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমির।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেনেট বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল সমাবর্তনে ‘গজনি’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, “কেয়ামত সে কেয়ামত তাক সিনেমার পর আমি গল্প পছন্দ করে আট থেকে নয়টি সিনেমা করেছি এবং সিনেমাগুলোর পরিচালক নতুন ছিলেন।

আরও পড়ুন : কিংবদন্তি যশ চোপড়ার চরিত্রে শাহরুখ খান

এগুলো বক্স অফিসে ব্যর্থ হয় এবং আমাকে মিডিয়া ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’ তকমা দেয়। আমার ক্যারিয়ার ধ্বংসের পথে ছিল। মনে হয়েছিল, চোরাবালিতে পড়েছি। আমি খুবই কষ্টে ছিলাম।

বাড়িতে ফিরে শুধু কাঁদতাম। এরপর প্রতিজ্ঞা করলাম— ভালো পরিচালক, চিত্রনাট্য ও প্রযোজক ছাড়া সিনেমা করব না। এতে আমার ক্যারিয়ারে ধ্বংস হলেও না।”

আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। করোনা মহামারির কারণে দীর্ঘদিন সিনেমাটির শুটিং বন্ধ ছিল। সম্প্রতি এর শুটিংয়ে ফিরেছেন আমির।

 

আরও পড়ুন ::

Back to top button