জাতীয়রাজনীতি

মেয়েরা সংস্কারী হলেই ধর্ষণ কমবে : বিজেপি বিধায়ক

মেয়েরা সংস্কারী হলেই ধর্ষণ কমবে : বিজেপি বিধায়ক

আবারও বিতর্কিত মন্তব্যের জালে বিজেপি নেতা। উত্তর প্রদেশের এক বিজেপি বিধায়কের মতে, বাবা, মায়েরা তাঁদের মেয়েদের সুসংস্কারের শিক্ষা দিলেই ধর্ষণ কমবে সমাজে।

হাথরস ইস্যুতে নিজের অভিমত ব্যাখ্যা করতে গিয়ে শনিবার বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, ‘‌এই ঘটনাগুলি শুধু সংস্কারেই রুখতে পারে, শাসন এবং তলোয়ারে থামবে না। সব বাবা, মায়েদেরই ধর্ম যে তাঁরা তাঁদের যুবতী মেয়েদের একটা সংস্কারী পরিবেশে মধ্যে শালীন ব্যবহার করার শিক্ষা দেন। সরকারের ধর্ম যদি হয় সুরক্ষা দেওয়া, পরিবারের ধর্ম তাদের বাচ্চাদের সুশিক্ষা, মূল্যবোধ শেখানো। সরকার এবং মূল্যবোধের যোগফলেই দেশ সুন্দর হতে পারে।’‌

আরও পড়ুন : ‘আমরা ওই পুলিশ, ওই গুন্ডার মুখে প্রস্রাব করে দিই : দিলীপ ঘোষ

‘‌নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে মেরে কোনও ভুল করেনি’‌ বা ‘‌মমতা ব্যানার্জি নিষ্ঠুর’‌ বলে মন্তব্য করে এর আগেও বিতর্কে জড়ইয়ে ছিলেন সুরেন্দ্র সিং। এবারও ধর্ষণের মতো নৃশংস ঘটনায় পুরুষদের কোনওভাবে দায়ী না করে এক্ষেত্রেও মেয়েদের সংস্কার এবং শিক্ষাদীক্ষার দিকে আঙুল তুলেছেন তিনি। স্বভাবতই তাঁর এই মন্তব্যে আবারও নিন্দার ঝড় বইতে শুরু করেছে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button