জাতীয়

মোবাইলের ‘রেডিয়েশন ঠেকাতে’ এবার গোবরের তৈরি চিপ

মোবাইলের ‘রেডিয়েশন ঠেকাতে’ এবার গোবরের তৈরি চিপ

মোবাইল ফোনের রেডিয়েশন বা ক্ষতিকর রশ্মি নির্গমন প্রতিরোধে নতুন প্রযুক্তি উদ্ভাবন। একটি সরকারি সংস্থার দাবি, তাদের তৈরি বিশেষ ধরনের চিপ ফোনের মধ্যে রেখে দিলেই এ রেডিয়েশন থেকে বাঁচা যাবে। আর সেই চিপ তৈরি হয়েছে গোবর থেকে।

সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার গোবরের তৈরি এই চিপের উদ্বোধন করেছেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের বল্লভভাই কাঠিরিয়া৷

গোবরজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কামধেনু দীপাবলী প্রকল্পের সূচনায় এ চিপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কাঠিরিয়া বলেন, ‘এই রেডিয়েশন চিপ মোবাইলের মধ্যে রেখে দেয়া যায়৷ আমরা দেখেছি, এটি ব্যবহার করলে মোবাইল থেকে ক্ষতিকর রশ্মি নির্গমন অনেক কমে যায়৷ তাই রোগ থেকে বাঁচতে হলে এই চিপ অবশ্যই ব্যবহার করতে হবে৷’

আরও পড়ুন : নতুন বছরের শুরুতে একাধিক করোনা ভ্যাকসিন পেতে চলেছে ভারত, দাবি কেন্দ্রের

গোবর দিয়ে তৈরি তাদের এই চিপের কার্যকারিতা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়েছে৷

গোবরের তৈরি এই চিপের নাম দেয়া হয়েছে গৌষ্ঠব কবচ৷ রাজকোটের শ্রীজি গোশালা নামে একটি সংস্থা এটি তৈরি করেছে৷

কাঠিরিয়া জানিয়েছেন, একটি চিপের দাম রাখা হচ্ছে ৫০ থেকে ১০০ রুপির মধ্যে৷ তার দাবি, গোবরের তৈরি এই চিপ যুক্তরাষ্ট্রেও রপ্তানি করা হয়েছে৷ সেখানে প্রতিটি চিপ ১০ ডলারে বিক্রি হচ্ছে৷

২০১৯ সালে কেন্দ্রীয় প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ গঠন করা হয়েছিল৷ সংস্থাটি গরুর সংরক্ষণ, সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কাজ করে।

 

আরও পড়ুন ::

Back to top button