দঃ ২৪ পরগনা

পুজোর আগে বারুইপুর পুলিশ জেলার বড়সড় সাফল্য

পুজোর আগে বারুইপুর পুলিশ জেলার বড়সড় সাফল্য

বারাইপুর: পুলিশ শব্দটার মধ্যে ভয় এবং ঘৃণা দুটোই লুকিয়ে থাকে।তবে পুলিশ যদি না থাকত, তাহলে পৃথিবীটাই মনে হয় রসাতলের পৌঁছে দিতে দুষ্কৃতীরা। পুলিশ পারে না এমন কোন কাজ নেই, পুলিশের দ্বারা সবকিছুই সম্ভব।

মাটির তলদেশ থেকে খুঁজে আনতে পারে দুষ্কৃতীদের, যদি পুলিশকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করা যায়।তেমনি উদাহরণ বারাইপুরে নতুন পুলিশ সুপার জয়েন করার পরে,যেভাবে অস্ত্র শস্ত্র থেকে একটার পর একটা দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে, তা তো বারাইপুর সাধারণ মানুষের নজীর কেড়ে নিয়েছে।

আরও পড়ুন: তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে ভোট করেছেন!

পুজোর আগে বারুইপুর পুলিশ জেলার বড়সড় সাফল্য। স্পেশাল অপারেশন গ্রুপের পাওয়া খবরের সুত্রে বারুইপুর থানা উদ্ধার করলো পাঁচলক্ষ টাকা বাজারমূল্যের মাদকদ্রব্য।

ধৃত এক মহিলাসহ তিনজন। উদ্ধার প্রায় ছয় লক্ষ নগদ টাকা, একটি সিবিজেড বাইক ও তিনটি সেলফোন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু জানিয়েছেন ঘটনাটি তদন্ত শুরু করেছে বারাইপুর থানার পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button