Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বীরভূম

অগ্রণী সমাজ সঠিক উপায় করে আনছে মা দুগ্গা কে

অগ্রণী সমাজ সঠিক উপায় করে আনছে মা দুগ্গা কে
প্রতিবেদকের তোলা ছবি

রানা বৈদ্য, সাঁইথিয়া: ধবধবে সাদা মেঘ আর ঝলমলে রোদের খেলায় আকাশে মাঝে মাঝেই ফুটে উঠছে মা দুগ্গার মায়াময় মুখখানা । দেরি করে ঘুম থেকে ওঠা ছেলেটাও নাড়ুর গন্ধে সকালবেলা উঠে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে ।

টেঁপি দুবেলা মুখে হলুদ চন্দন লাগিয়ে ঘরময় ঘুরে বেড়াচ্ছে । হাওয়া বলে দিচ্ছে গন্ধে গন্ধে “দিন গোনার পালা শেষ”। সবই একরকম , শুধু এই মহামারী টা কেমন যেন বেখাপ্পা ।

কিন্তু মা দুগ্গা ঠিক উপায় করে দিল । এ বছর ৫২ তম দুর্গাপুজো বলে কথা। অগ্রণী সমাজ সঠিক উপায় করে আনছে মা দুগ্গা কে। দুর্গাপুজো আর বঙ্গদেশের সম্পর্কের মাঝে এই মহামারী সর্ববৃহৎ বাধা । আর এই বাধার উপরেই উদ্ধারকারী সেতুর ভূমিকা নিয়েছে অগ্রণী সমাজের থিম – “জল ধরো জল ভরো”।

আরও পড়ুন: সরিষাদিঘীর সন্নিকটে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু এক

আজকের দিনে জলের এই চূড়ান্ত অনটনের সময় মানুষকে সচেতন করার উপায় হিসেবে অগ্রণী সমাজ বেছে নিয়েছে এই থিম । আবার একই সাথে মহামারী এড়াতেও এই থিম যেন সমানভাবে প্রাসঙ্গিক ।

ছাতার ব্যবহারের মাধ্যমে না চাইতেই হয়ে যায় চার ফিটের শারীরিক দূরত্ব । ছাতা যেন এই মহামারীর পৃথিবীতে সুস্থতার প্রতীক , ঠিক যেমন মা দুগ্গা সব অশান্তি বিনাশের পরে শান্তির প্রতীক । বাকিটা জানতে আসতে হবে অগ্রণী সমাজ । ভয় নেই , মা দুগ্গা অসুরের সাথে সাথে মহামারীও বিনাশ করবেই ।

 

আরও পড়ুন ::

Back to top button