আইপিএলে টানা দুটি সেঞ্চুরিতে ইতিহাস ধাওয়ানের
দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান ইতিহাস গড়লেন। আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুটি সেঞ্চুরি করেছেন তিনি। মঙ্গলবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৯তম ওভারে এই কীর্তি গড়েন তিনি।
৫৭ বল খেলে বাঁহাতি ব্যাটসম্যান এই সেঞ্চুরি করেন। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শতক হাঁকান ধাওয়ান। আইপিএলে দ্বিতীয় ভারতীয় হিসেবে এক আসরে একাধিক সেঞ্চুরি করলেন ধাওয়ান। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি চারটি শতক হাঁকান।
আরও পড়ুন: চাকরির অভাবে পেট চালাতে হাঁড়িয়া বেচছেন জাতীয় গেমসে পদকজয়ী বিমলা মুণ্ডা
একই দিনে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ধাওয়ান। ১৩তম ওভারে রবি বিষ্ণয়কে ছক্কা মেরে ৬৫ রান পূরণ করে এই কীর্তি গড়েন তিনি। এই মাইলফলকে তার উপরে আছেন কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার।
ধাওয়ানের শতকে দিল্লি ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৬৪ রান। ৬১ বলে ১২ চার ও ৩ ছয়ে ১০৬ রানে অপরাজিত ছিলেন তিনি।