আন্তর্জাতিক

‘করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে কিছু দেশ’

‘করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে কিছু দেশ’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে। আগামী কয়েক মাস খুবই কঠিন হবে এবং কয়েকটি দেশ বিপজ্জনক পথে রয়েছে।

শুক্রবার সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে, বিশেষ করে উত্তর গোলার্ধে। আগামী কয়েক মাস খুবই কঠিন হতে যাচ্ছে এবং কিছু দেশ বিপজ্জনক পথে রয়েছে।

আরও পড়ুন: আগাম ভোটে ট্রাম্পের চেয়ে ৪ মিলিয়নে এগিয়ে বাইডেন

আধানম বলেন, ‘আরও অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে আমরা নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে, প্রয়োজনী স্বাস্থ্যসেবায় ধস বন্ধে এবং স্কুলগুলো আবারও বন্ধ হওয়া ঠেকানোর আহ্বান জানাচ্ছি। আমি ফেব্রুয়ারিতে যেমনটা বলেছিলাম, সেটি আবারও বলছি। এটি মহড়া নয়।’

কিছু কিছু দেশে সংক্রমণের হার বাড়তে দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো এখন হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলোকে বন্ধ বা সক্ষমতার বাইরের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমরা এখনও কেবল অক্টোবরে রয়েছি।’

 

আরও পড়ুন ::

Back to top button