জাতীয়

কাশ্মিরের জমি কিনতে পারবে যে কোনো ভারতীয়

কাশ্মিরের জমি কিনতে পারবে যে কোনো ভারতীয়

জম্মু ও কাশ্মিরের ভূমি আইন সংশোধন করেছে ভারত। এই সংশোধনের ফলে দেশটির যে কোনো নাগরিক এখন থেকে ভূস্বর্গ বলে পরিচিত এই রাজ্যের জমি কিনতে পারবে।

মঙ্গলবার জারি করা এক নির্দেশনায় ভূমি আইনের পরিবর্তনের কথা জানানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বিরোধিদের দাবি, এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে কাশ্মীরি জনগণের সব অধিকার কেড়ে নিচ্ছে।

আরও পড়ুন: শক্তি বাড়ছে বায়ুসেনার, ফ্রান্স থেকে আসছে আরও ১৬ টি রাফাল

কাশ্মিরে এতদিন ধরে ওই রাজ্যের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কেউ জমি কিনতে পারতো না। মঙ্গলবার জারি করা নির্দেশনায় ওই শর্ত ‘বাদ দিতে’ বলা হয়েছে; এর ফলে ভারতের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের জন্য কাশ্মিরের জমি কেনার পথ উন্মুক্ত হয়েছে।

গত বছর পর্যন্ত ভারতীয় সংবিধানে বিশেষ রাজ্যের মর্যাদার ছিল কাশ্মির। ওই মর্যাদার বলে অঞ্চলটির কর্তৃপক্ষ স্থায়ী বাসিন্দা নির্ধারণ এবং কারা জম্মু ও কাশ্মিরের জমি কিনতে পারবে সেই সংক্রান্ত নিজস্ব আইন তৈরি করতে পারতো। গত বছরের অগাস্টে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার অঞ্চলটির স্বায়ত্তশাসন কেড়ে নেয়।

 

আরও পড়ুন ::

Back to top button