Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নং ব্লকে খুন, উদ্ধার বোম বন্দুক

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নং ব্লকে খুন, উদ্ধার বোম বন্দুক
প্রতীকী ছবি

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধান সভার ভূপতিনগর থানার অন্তরর্গত ইটাবেড়িয়া অঞ্চলের ১৭৭ নম্বর রসিকনগর বুথের গাজীপুর গ্ৰামের বুথ সম্পাদক ৬২ বছর বয়সী গোকুল চন্দ্র জানাকে কানের নীচে সজোরে মেরে ফেলা হয়।

তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী টিঙ্কু লাল দলাই করোনা পজিটিভ থাকা সত্বেও কোনো সাস্থ্য বিধি না মেনে সর্বত্র বিচরণ ছিল,এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন, আমাদের দলীয় কার্যকর্তা সচেতন করতে গেলে বিরোধ লাগে, নিকটস্থ আশাকর্মীর কাছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান, তখন ওই আশাকর্মীর স্বামী আমাদের কার্যকর্তা গোকুল চন্দ্র জানাকে কানের নীচে মারে ও ঘটনাস্থলে গোকুল বাবু মারা যান।

আরও পড়ুন: বিহারের বিধানসভার ফলাফল বাংলায় আনন্দোৎসবে বঙ্গ বিজেপি

অন্যদিকে ভূপতিনরে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগালে সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি বোম বন্দুক সমেত তাঁদের দিকে ধেয়ে এলে বিজেপি কর্মীরা ঘিরে ফেলে দুষ্কৃতীদের তাঁরপরই তাঁদের কাছ থেকে বোমা সহ বন্দুক উদ্ধার করে পুলিশ। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নং ব্লকে খুন, উদ্ধার বোম বন্দুক

প্রসঙ্গতঃ ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত ভগবানপুর ২ নং বিজেপি পূর্ব মণ্ডলের যুব মোর্চার নেতৃত্বে বোরজ অঞ্চলে বিজেপির দলীয় পতাকা প্রতিটি বুথে টাঙ্গানোর সময় ভগবানপুর ২ নং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানব পড়ুয়ার নেতৃত্বে দলবল নিয়ে বিজেপির ওপর বোমাবাজি করে, পাশাপাশি বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে জোরপুর্বক বিজেপির পতাকা খুলতে থাকে, সেই সময় বিজেপি কর্মীরা ওই তিন দুষ্কৃতিকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

তবে বাকি তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা ছুটে পালিয়ে যায়। তবে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি নন্দ দাস, কচি পাহাড়, বিমল সামন্ত নামে তিন দুষ্কৃতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে তৃণমূলের লোকজন কিছু গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপির।

 

আরও পড়ুন ::

Back to top button