রাজ্যশিক্ষা

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে মামলা। অনলাইনে আবেদন করার জন্য গত ২৩ নভেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবেদন করেন পরীক্ষার্থী পায়েল বাগ।

সূত্রের খবর, ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং তার ভিত্তিতে ২০১৫ সালের টেট পরীক্ষা হয়েছিল। ওই টেট পরীক্ষা নিয়ে একাধিক মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। পরীক্ষায় প্রশ্নপত্রে ছ’‌টি প্রশ্ন ভুল ছিল।

মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ওই প্রশ্নের উত্তর যাঁরা দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দিতে হবে এবং তার পাশাপাশি তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে।

আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে ৩৫ শতাংশ সিলেবাস কমাল রাজ্য, ঘোষণা শিক্ষামন্ত্রীর

এখানে মামলাকারীদের মূল বক্তব্য, কলকাতা হাইকোর্টের ওই রায়কে এখনও রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মান্যতা দেওয়া হয়নি। একগুচ্ছ বিচারাধীন মামলার মাঝখানে হঠাত্‍ করে অনলাইনে নিয়োগের বিজ্ঞপ্তি অসাংবিধানিক।

জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টচার্য। ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে।

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button