রূপচর্চা

ঘরোয়া উপাদানেই দূর হবে ঠোঁটের কালচে ভাব

ঘরোয়া উপাদানেই দূর হবে ঠোঁটের কালচে ভাব - West Bengal News 24

ঘরোয়া কিছু উপাদানেই কালো ছোপ মুছে স্বাভাবিক নরম, পেলব, গোলাপি হয়ে উঠতে পারে আপনার ঠোঁট।

লেবুর রস: প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে, অর্থাৎ লেবু স্বাভাবিকভাবে কালচে ছোপ কাটিয়ে তুলতে পারে। পাতিলেবু পাতলা চাকা করে কেটে নিন, উপরে অল্প চিনি ছিটিয়ে দিন, তারপর লেবুর চা’কাটা ঠোঁটে ঘষুন।

মৃত চামড়া উঠে গিয়ে ভেতরের নরম ত্বক বেরিয়ে আসবে, লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।

নারকেল তেল: যে কোনো সমস্যার সমাধানেই নারকেল তেল হাজির। আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দু’ একবার করলেই কার্যসিদ্ধি হবে।

আরও পড়ুন: পাঁচ উপায়ে নখ হবে ঝকঝকে সাদা

অলিভ অয়েল: আধা চা চামচ চিনিতে কয়েক ফোঁটা অলিভ অ’য়েল মিশিয়ে ঠোঁটে সপ্তাহে একদিন স্ক্রাবের মতো ঘষুন। দ্রুত ফল পাবেন।

ঘরোয়া উপাদানেই দূর হবে ঠোঁটের কালচে ভাব - West Bengal News 24

গোলাপজল: ত্বক স্নিগ্ধ মোলায়েম রাখে গোলাপজল। এক চাচামচ মধুতে দু’ ফোঁটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে বার তিনেক লাগালে উপকার পাবেন। গোলাপের পাপড়ি বেটে মাখনের সঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে দেখতে পারেন, কিছুদিনের মধ্যেই কেটে যাবে কালচে ভাব।

শসার রস: শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা কেটে দু’ তিন চাকা থেঁতো করে নিন। এই পেস্টটা ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন করলে উপকার পাবেন।

আরও পড়ুন ::

Back to top button