মালদা

ভবঘুরে শিশুদের স্কুলমুখী করাতে জেলা পুলিশ প্রশাসনের বিশেষ উদ্যোগ

ভবঘুরে শিশুদের স্কুলমুখী করাতে জেলা পুলিশ প্রশাসনের বিশেষ উদ্যোগ - West Bengal News 24

ভবঘুরে শিশুদের স্কুলমুখী করার উদ্যোগ নিল জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুর বারোটা নাগাদ মালদা রেলওয়ে চাইল্ড লাইনের সহযোগিতায় এবং জেলা পুলিশের উদ্যোগে মালদা রেল স্টেশনে ভবঘুরে শিশুদের নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়।

সেখানে ভবঘুরে শিশুদের স্কুলমুখী করার জন্য উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি শিশুদের শীত বস্ত্র প্রদান এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী তুলে দেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

আরও পড়ুন : বাঁকুড়ার জয়পুরের অনুস্কা হতে চায় চিত্রশিল্পী

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, আরপিএফ আইসি মহাশ্বেতা মাইতি, জিআরপি আইসি ভাস্কর প্রধান, স্টেশন ম্যানেজার দিলীপ চৌহান সহ অন্যান্যরা।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, স্টেশনের আশেপাশে অনেক সরকারি স্কুল রয়েছে। সেই স্কুলগুলিতে পড়াশোনার পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে। তাই ওই শিশুগুলিকে স্কুলমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button