রাজনীতিরাজ্য

তৃনমূলের বিরোধিতা করে বামফ্রন্টের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী

তৃনমূলের বিরোধিতা করে বামফ্রন্টের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী - West Bengal News 24

বিজেপিতে যোগদানের পর এই প্রথম বামফ্রন্টের প্রশংসায় পঞ্চমুখ হলেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের শাসকদল তৃনমূলের বিরোধীতা করতে গিয়ে বৃহস্পতিবার তমলুকে এক সভায় শুভেন্দু বলেন বামফ্রন্টের অনেক নীতি ভুল হলেও অনেক ভাল কাজও তারা করেছে। বাম নেতাদের ব্যক্তিগত সততার প্রশংসা করেন।

এদিন সভায়, তৃণমূল জমানায় প্রাথমিকে নিয়োগে দুর্নীতির সমালোচনা করতে গিয়ে শুভেন্দু বলেন, ‘বামফ্রন্টের অনেক নীতি ভুল থাকলেও অনেক কাজ তারা করেছেন। অস্বীকার করার উপায় নেই। বুদ্ধবাবু থেকে শুরু করে, আমি তো সুকুমার সেনগুপ্ত, সুধীর গিরি। সুধীরবাবুর তো আমি ছাত্র, এত সৎ মানুষ বামপন্থীরা তো ছিলেন।

আরও পড়ুন : ভবঘুরে শিশুদের স্কুলমুখী করাতে জেলা পুলিশ প্রশাসনের বিশেষ উদ্যোগ

ভূপাল পণ্ডা আমাকে ভালবাসতেন। রায়ান চৌবের বাড়িতে আমি খড়্গপুরে যেতাম। এরা বামফ্রন্টের বড় বড় মানুষ’। নন্দীগ্রাম থেকে নেতাই হয়ে লালগড়। শুভেন্দুর লড়াই ছিল বামেদের বিরুদ্ধে। সেই বামেদের প্রশংসাই এবার শোনা গেল শুভেন্দুর মুখে। রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গে বামেদের ক্ষমতা যত কমেছে তত বেড়েছে বিজেপি।

আরও পড়ুন ::

Back to top button